সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাজেটের মধ্যে দু’র্দা’ন্ত ল্যাপটপ ল’ঞ্চ করলো Nokia, কবে থে’কে বিক্রি শুরু হ’বে ভারতে?

নোকিয়া মোবাইল সংস্থা, একটা সময় আমাদের খুব বিশ্বস্ত ও কাছের মোবাইল সংস্থা হিসেবে বিবেচিত হয়েছিল। এই সংস্থার মোবাইল সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে গিয়েছিল খুব সহজেই। তাদের সময় একটা সময় খুব ভাল ছিল, যার কারণে সফলতার চরম শিখরে উঠে ছিল এই মোবাইল সংস্থা।

তবে তাদের সময় খারাপ চলছে, শীর্ষ মোবাইল সংস্থার শিরোপা কেড়ে নিয়েছে অন্যান্যমোবাইল সংস্থা। কিন্তু তারা হার মানতে নারাজ,ইতিমধ্যেই তারা বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে নতুন নতুন স্মার্টফোন লন্চ করেছে বাজারে। এতে হয়তো কিছু ক্ষেত্রে লাভ হয়েছে আবার কিছু ক্ষেত্রে ক্ষতির মুখ দেখতে হয়েছে তাদের।

তাই এবার আরও বেশি নিজেদের পাকাপোক্ত করতে, মোবাইলের সাথে সাথে ল্যাপটপের দিকেও নজর দিয়েছে তারা। PureBook Pro সিরিজে একাধিক নতুন ল্যাপটপ বাজারে এসেছে যার মধ্যে 15.6 ইঞ্চি , 17.3 ইঞ্চি ডিসপ্লে সহ এই ল্যাপটপগুলি কেনা যাবে সহজেই।

আরো পড়ুন: OMG: রে’গে লাল এই গাছ, স্প’র্শ করলেই ছোঁ’ড়ে মিসাইল! রইলো ভাইরাল ভিডিও

তবে ফরাসি স্টার্ট আপ কোম্পানির OFF Global এই ল্যাপটপগুলি তৈরি করেছে, কিন্তু এখানেই নোকিয়া তাদের বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে।  তারা এবার মোট 22 টি দেশে এই ল্যাপটপ বিক্রি করার লাইসেন্স কিনে নিয়েছে।

যদি ল্যাপটপগুলোর কনফিগারেশন সম্পর্কে বলা হয় তাহলে বলতে হয় এখানে রয়েছে Intel Core i3-1220P এর সঙ্গে থাকছে 8GB RAM ও 512GB SSD। অ্যালুমিনিয়াম কভার, বড় ট্র্যাক প্যাড ও আরো কতকিছু।

ল্যাপটপের মধ্যে রয়েছে FHD IPS ডিসপ্লে, তার সাথে ডিসপ্লেতে সর্বোচ্চ 250 nits ব্রাইটনেস। এখানেই শেষ নয়, দুটি মডেলের মধ্যেই রাখা হয়েছে USB-C 3.2 পোর্ট, একটি করে USB-A 3.2 পোর্ট ও একটি করে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। 15 ইঞ্চি মডেলে রয়েছে 57 Wh ব্যাটারি, 17 ইঞ্চি মডেলে থাকছে 63 Wh ব্যাটারি।

আপাতত ল্যাপটপ বিক্রি হবে আয়ারল্যান্ড, ইতালি, পোল্যান্ড, পর্তুগাল, স্পেন, নরওয়ে, আইসল্যান্ড, গ্রেট ব্রিটেন, বেলজিয়াম, ফিনল্যান্ড, ডেনমার্ক, সুইডেন, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, অস্ট্রিয়া, জার্মানি, ফ্রান্স এই সব দেশগুলোতে। তার সাথে ভারতে ল্যাপটপ বিক্রি করার লাইসেন্স আছে আবার ফ্লিপকার্টের কাছে। তাই কবে ভারতে Nokia PureBook Pro ল্যাপটপ বিক্রি হবে তা এখনো স্পষ্ট ভাবে জানা যায়নি।