সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কেউ ক’ম নয়! এবার ২০ শতাংশ দা’ম বাড়ছে Jio-র প্ল্যানের, মাথায় হা’ত গ্রাহকদের

এয়ারটেল, ভোডাফোন, আইডিয়ার পর এবার জিও, একের পর এক টেলিকম সংস্থা তাদের প্রিপেড প্ল্যানের দামে পরিবর্তন আনছে। সম্প্রতি রিলায়েন্স জিও তরফ থেকে জানানো হয়েছে এবার থেকে কুড়ি শতাংশ হারে দাম বৃদ্ধি পাবে রিলায়েন্সের প্রিপেড প্ল্যানগুলিতে। আগামী পয়লা ডিসেম্বর থেকেই নতুন নিয়ম চালু হচ্ছে। জিওর প্রিপেইড প্ল্যানগুলির দামে আগামী ডিসেম্বর মাস থেকেই পরিবর্তন আসছে।

এতদিন পর্যন্ত মাত্র 75 টাকা থেকে যে প্ল্যান কেনা যেত আগামী পয়লা ডিসেম্বর থেকে 91 টাকার বিনিময়ে সেই প্ল্যান কিনতে হবে। একইভাবে 129 টাকায় বদলে 155 টাকা, 399 টাকার বদলে 479 টাকা, 1299 এর বদলে 1559 টাকা, 2399 টাকা থেকে 2879 টাকা, এক ধাক্কায় প্রিপেডের দাম অনেকখানিই বাড়িয়ে দিচ্ছে রিলায়েন্স জিও।

ভারতের বাজারে টেলিকম শিল্পকে আরো বেশি শক্তিশালী করার উদ্দেশ্যে এই নতুন আনলিমিটেড প্ল্যান বাজারে আনার কথা বলা হয়েছে। ভারতী এয়ারটেল, ভোডাফোন আইডিয়া এবং জিও, দেশের এই তিনটি বড় টেলিকম সংস্থাই তাদের প্ল্যানের দাম বাড়ালো।

গত 22 শে নভেম্বর এয়ারটেল ঘোষণা করেছিল আর্থিকভাবে সুস্থ ব্যবসায়ীক মডেলের জন্য মূলধনের ওপর যুক্তি সংগত রিটার্ন প্রদান করতে প্রিপেড প্ল্যান এর দাম 25% পর্যন্ত বৃদ্ধি করা হবে। সেইমতো 26 শে নভেম্বর থেকে এয়ারটেলের প্রতিটি প্ল্যানের দাম বেড়ে যায়। ভারতের টেলিকম সংস্থা যে বিশাল আর্থিক চাপের মধ্যে পড়েছে, তা অনেকটাই নির্মূল হবে এতে। এমনটাই আশা টেলিকম সংস্থাগুলির।