সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভারতের জে’লে’ই থাকতে হবে শুনে ভ’য়ে কাঁ’প’ছে’ন নীরব মোদি!

একেই হয়ত বলে কর্ম, ভাবা যায় একজন হিরে ব্যবসায়ী এখন মৃত্যুর ভয় পাচ্ছে, যে দেশের অর্থ চুরি করে সে বিদেশে ভেগেছিল, সেই দেশে ফিরতেই তার এখন ভয় করছে। আপনাদের কি নীরব মোদীর কথা মনে আছে, একজন হিরে ব্যবসায়ী যিনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের কেলেঙ্কারির মূল অভিযুক্ত। ১৩ হাজার কোটি টাকা ঋণ খেলাপি মামলা ঝুলছে তার ওপর।

তিনি এখন লন্ডনের জেলে বসে রয়েছে, তবে তিনি তার মনোবিদকে জানিয়েছেন, ভারতের জেলে নিয়ে যাওয়া হলে হয়ত সে খুন হবে নয়ত আত্মহত্যা করবে। তবে ভারত সরকার কম চেষ্টা করছে না তাকে ভারতে নিয়ে আসার জন্য। জানা গেছে ভারতের হয়ে লড়ছে এই মামলায় ক্রাউন প্রসিকিউশন সার্ভিস। তাদের মনোবিদেরা দেখা করছে নীরবের সাথে, তবে নীরবের পক্ষের মনোবিদের সাথে এই সংস্থার মনোবিদের বক্তব্যের হেরফের হচ্ছে।

এখন ভারতের জেলে মৃত্যু ভয় পাচ্ছে নীরব মোদি। কারণ তিনি এখন রয়েছে লন্ডনের ওয়ান্ডসোর্থে। সেখানকার মনোবিদ জান্যেছেন মুম্বাইয়ের রোড জেলের ১২ নম্বর ব্যারাক থেকে সমস্ত জিনিস ইতিমধ্যেই সড়িয়ে দেওয়া হয়েছে যেটা কিনা একজনকে আত্মঘাতী হতে সাহায্য করতে পারে। তবে তাও ভয় সড়ছে না তার মন থেকে। বারবার নীরব দাবি করছে সেখানে আমাকে কেউ মেরে ঝুলিয়ে দেবে, নয়ত আমি নিজেই আত্মঘাতী হব।

আরো পড়ুন: এবার ন’জ’রে অনুব্রতর মেয়ে, সুকন্যার সংস্থার ন’থি ত’ল’ব করে নো’টি’শ CBI-র

মনোবিদের মতে নীরব দারুণ ভাবে অসুস্থ হয়ে পরেছে, যার কারণে তাকে হাসপাতালে ভর্তি পর্যন্ত করা হয়েছে। নিজেকে নিয়ে দারুণ ভাবে হতাশ হয়ে পরেছেন নীরব, কারণ এখন তিনি দারুণ ভাবে আত্মহত্যাপ্রবণ হয়ে পরেছে, আর ভারতের জেলে নিয়ে গেলে সেটা আরও বেশি বৃদ্ধি পাবে বলেই মনে করা হচ্ছে। এই কথা নীরবের পক্ষের মনোবিদের ।

কিন্তু ভারত সরকারের মনোবিদ জানিয়েছে, তার সাথে সর্বদা একজন মনোবিদ থাকবে, নীরবকে যে সেলে রাখা হবে সেখানে আরও একজন থাকবে। স্বাভাবিক ভাবেই নীরব এখন হতাশায় ভুগছেন, কারণ তার ভারতের জেল সম্পর্কে ধারণ গড়ে ওঠে নি। কিন্তু সেখানে তিনি সপ্তাহে একদিন পরিবারের সাথে দেখা করতে পারবেন, তার আইনজীবী তার সাথে দৈনিক দেখা করবেন, তাই ভারতে গেলেই তার সমস্ত ধারনা ঠিক হবে।