সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

স্বস্তির খবর, সুদের হা’র বা’ড়া’লো SBI, জানুন বিশদে

করোনা পরবর্তী সময় থেকে লাগাতার মূল্যবৃদ্ধিতে জেরবার সাধারণ মানুষ। এমতাবস্থায় স্বস্তির খবর শোনালো এসবিআই। ফিক্সড ডিপোজিটের উপর সুদের হার বাড়িয়েছে সংস্থা। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংকের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

45 দিনের বেশি স্থায়ী আমানতের ক্ষেত্রে 0.35 থেকে 0.75 শতাংশ পর্যন্ত সুদের হার বাড়ানো হয়েছে। এই খবরে দারুন খুশি গ্রাহকরা। 10ই মে থেকে এই নতুন সুদের হার চালু হচ্ছে। আগে 179 দিন পর্যন্ত মেয়াদের স্থায়ী আমানতের উপর তিন শতাংশ হারে সুদ দেওয়া হতো।

এখন থেকে এই ধরনের ফিক্স ডিপোজিটের উপর 3.50 শতাংশ সুদ পাওয়া যাবে। 180 থেকে 210 দিন পর্যন্ত সুদের হার ছিল 3.10 শতাংশ। নতুন সুদের হার বেড়ে হয়েছে 3.50 শতাংশ।

আরো পড়ুন: সাবধান! এই ৫ রাশির শাশুড়িরা বে’শ সাংঘাতিক, পুত্রবধূদের জী’ব’নে জটিলতার সৃ’ষ্টি করে

211 থেকে 1 বছর পর্যন্ত স্থায়ী আমানতের উপর সুদ ছিল 3.30 শতাংশ। এবার বর্ধিত সুদের হারে 3.75 শতাংশ হারে সুদ পাওয়া যাবে। এক বছর থেকে দু বছর পর্যন্ত ফিক্সড ডিপোজিটের উপর সুদ পাওয়া যেত 3.60 শতাংশ।

এবার থেকে চার শতাংশ হারে সুদ পাওয়া যাবে। দুই থেকে তিন বছর স্থায়ী আমানতের ক্ষেত্রে 3.6 শতাংশ হারে সুদ পাওয়া যেত। এবার সেই জায়গায় 4.25 শতাংশ হারে সুদ পাওয়া যাবে।

তিন থেকে পাঁচ বছরের ক্ষেত্রে 3.6 শতাংশ থেকে 4.5 শতাংশ হারে সুদ বাড়ানো হয়েছে। পাঁচ বছরের উর্ধ্বে সুদের হার 3.6 থেকে 4.5 শতাংশ ‌করা হয়েছে। সিনিয়র সিটিজেনরা 0.5 শতাংশ সুদ বেশি পাবেন।

কিছুদিন আগেই রিজার্ভ ব্যাংক রেপো রেট বাড়িয়েছে। এর ফলে স্টেট ব্যাংকের তরফ থেকে সুদের হার বাড়ানো হয়েছে বলে মনে করা হচ্ছে।