সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বায়োপিকে নিজের জীবন কা’হি’নী তুলে ধরে কে কতা টা’কা আ’য় করলেন

বলিউডে বায়োপিক নির্ভর ছবি অনেক হয়েছে। আর সেগুলি সবকটিই সুপারহিট। রাজনীতি থেকে শুরু করে ক্রীড়াজগৎ, সেলিব্রিটি বা অতি সাধারণ মানুষ, কেউই বাদ পড়েনি এই বায়োপিক থেকে। মঙ্গল পান্ডে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মহেন্দ্র সিং ধোনি, মেরি কম, শকুন্তলা দেবী, আনন্দ কুমার, অরুণাচালাম মুরুগানান্থামের মতো মানুষের জীবন কাহিনী বারংবার দর্শকদের অনুপ্রেরণা জুগিয়েছে। বলিউডের এই সব প্রচেষ্টাকে সত্যিই কুর্নিশ জানাতে হয়।

বলিউড যাদের জীবন কাহিনীর উপর ভিত্তি করে এমন সব ব্লকবাস্টার সিনেমা বানায়, তাদেরও কিন্তু লাভের অংশ দেওয়া হয়। এমনকি শোনা যায়, বায়োপিক বানানোর আগেই সেই সমস্ত সেলিব্রিটিদের তাদের প্রাপ্য অর্থ দিয়ে দেওয়া হয়। তাই বায়োপিক তৈরি করার অনুমোদনের জন্য সেলিব্রেটিরা কত টাকা নিয়ে থাকেন সে সম্পর্কে আজ কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব।

Paan Singh Tomar : ভারতীয় সৈনিক এবং ক্রীড়াবিদ পান সিং তোমারের বায়োপিক বানানোর জন্য তার ভাইপোকে ১৫ লক্ষ টাকা দেওয়া হয়েছিল বলিউডের পক্ষ থেকে। এই বায়োপিকের মাধ্যমে পান সিং তোমারের সম্পর্কে বহু অজানা তথ্য জানা গিয়েছিল।

Chhapaak : অ্যাসিড আক্রান্ত লক্ষী আগরওয়াল নামের এক তরুণীর জীবনকাহিনী এটি। লক্ষী আগরওয়ালের ভূমিকায় অভিনয় করেছিলেন দীপিকা পাড়ুকোন। সেই অ্যাসিড সারভাইভারের জীবনের উপর ভিত্তি করে বায়োপিক বানানোর অনুমোদন দেওয়ার পরিপ্রেক্ষিতে ১৩ লক্ষ টাকা নিয়েছিলেন লক্ষী।

Mary Kom : মনিপুরের বক্সিং চ্যাম্পিয়ন মেরি কম। তাঁর বায়োপিকের জন্য বলিউড তাঁকে দিয়েছিল ২৫ লক্ষ টাকা।

Azhar : বিখ্যাত ক্রিকেটার এবং রাজনীতিবিদ Mohammad Azharuddin তাঁর বায়োপিকের জন্য একটি টাকাও নেননি।

Sachin: A Billion Dreams :
শচীন তেন্দুলকর তাঁর বায়োপিক তৈরি করার জন্য অনুমতি পত্রে স্বাক্ষর করেছিলেন ৪০ কোটি টাকার বিনিময়ে।

Dr. Prakash Baba Amte – The Real Hero : প্রখ্যাত সমাজসেবক ড: প্রকাশ বাবা আমতে তাঁর বায়োপিক বানানোর অনুমোদনের জন্য কোনও অর্থ নেননি। তবে বলিউড তাঁর আশ্রমের জন্য তাঁকে কিছু অর্থ অনুদান হিসেবে দিয়েছিল।

Bhaag Milkha Bhaag : “Flying Sikh” মিলখা সিং “Bhaag Milkha Bhaag” সিনেমার জন্য মাত্র ১ টাকা নিয়েছিলেন।

M.S. Dhoni: The Untold Story : ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক তথা ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি নিজের বায়োপিকের প্রমোশন এবং অনুমোদনের জন্য বলিউড থেকে ৪৫ কোটি টাকা নিয়েছিলেন।

Dangal : ভারতীয় কুস্তিগীর মহাভির সিং ফোগট (Mahavir Singh Phogat) ‘Dangal’ সিনেমাটির জন্য নিয়েছিলেন ৮০ লক্ষ টাকা।

Sanju : সঞ্জয় দত্তের জীবনী নিয়ে তৈরি হয়েছিল Sanju। বলিউড সঞ্জয় দত্তকে ৯-১০ কোটি টাকা দিয়েছিল। এখানে ই থেমে থাকেননি সঞ্জয়। বক্স অফিসের লাভের একটি অংশও নিয়েছিলেন তিনি।