সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সাড়ে ৩ হাজার মি’টা’র উচ্চতায় নাগাল্যান্ডের পাহাড়ে বি’র’ল ক্লাউডেড লেপার্ড দে’খা গেলো

সম্প্রতি নাগাল্যান্ডে ক্লাউডেড লেপার্ডের দেখা মিলেছে। ভারত মায়ানমার সীমান্তের এই রাজ্যে পাহাড়ি জঙ্গলে পশু বিশেষজ্ঞদের লাগানো ক্যামেরাতে ধরা পড়েছে বিরল প্রজাতির প্রাণীটি। তিন হাজার 700 মিটার উচ্চতায় অবস্থিত এই জঙ্গলটি। সারা বিশ্বের নিরিখে এত উচ্চ অবস্থানে ক্লাউডেড লেপার্ডের দেখা মিললো এই প্রথম।

আই ইউ সি এন/ স্পিসিজ সারভাইভাল কমিশন ক্যাট স্পেশালিস্ট গ্রুপসের নিউজলেটার ক্যাট নিউজ এর শীতকালীন 2021 সংখ্যাতে এমন একটি প্রাণীর কথা উল্লেখ করা হয়েছে। এই প্রাণীর বিজ্ঞানসম্মত নাম নিওফেলিস নেবুলোসা। মাঝারি আকৃতির এই বন বিড়াল গোত্রের প্রাণী আকারে সব থেকে ছোট। এরা গাছে উঠতে পারে এবং বিপন্ন প্রজাতির বলে চিহ্নিত করা হয়েছে।

আই ইউ সি এন এর রেড লিস্ট অফ থ্রেটেনড স্পিসিজের আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে এদের। চিরহরিৎ অরণ্য, বনভূমিতে এদের দেখা মেলে। এত উচ্চতাতে এমন ধরনের প্রাণীর দেখা পাওয়া যাবে এমনটা আশা করেনি পশু বিশেষজ্ঞরা। এই গবেষণাতে বিশেষজ্ঞ গবেষক দলের নেতৃত্ব দিয়েছিলেন দিল্লির লাইফ প্রটেকশন সোসাইটি অফ ইন্ডিয়ার সদস্যরা।

নাগাল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট সারামাতিতে এই বিরল প্রাণীর দেখা মিলেছে। ছবি তোলার জন্য জঙ্গলে 50 টি ট্র্যাপ ক্যামেরা লাগানো হয়েছিল।