সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

LIC IPO: ২০ শতাংশ মালিকানা চ’লে যে’তে পারে বিদেশিদের হা’তে! আলোচনা করছে কেন্দ্র

নতুন বিতর্ক নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দু হলো কেন্দ্রীয় সরকার। ভবিষ্যতে কি এলআইসির ২০ শতাংশ সম্পত্তির মালিক হতে চলেছে বিদেশের বিনিয়োগকারীরা? এরকমই প্রশ্নে তর্ক-বিতর্ক উঠে এসেছে রাজনৈতিক মহলে। একাংশ ওয়াকিবহাল মহল এই বিষয়ে দাবি করে বলেছেন, “এই সম্পর্কে বিবেচনা কেন্দ্রীয় সরকার বর্তমানে করছে, এর ফলে ভবিষ্যতে শেয়ার বাজারে দেশের বৃহত্তম আইপি হিসেবে এলআইসি প্রবেশ করবে”।

কেন্দ্রীয় সরকার বর্তমানে আলোচনা করছেন এফডিআই এর নিয়মাবলী বদল করার প্রক্রিয়া, এই কাজের ফলে পরবর্তীকালে বিনিয়োগকারীরা নিজস্ব মতে সরকারের অনুমতি ছাড়াই পারবে বিনিয়োগ করতে। জানা গেছে বুধবার বিকেলে সরকারি আধিকারিকরা এই প্রস্তাব বিষয়ে একটি বৈঠক করবে নয়াদিল্লিতে।

যদিও এই বিষয়ে অর্থ মন্ত্রণালয় থেকে কোন রকমে খবরা খবর পাওয়া যায়নি। করোনা পরিস্থিতির জন্য যেভাবে দেশের আর্থিক অবস্থা চরম শোচনীয় হয়ে গেছে সেই জন্যেই এই রকম একটি সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্রীয় সরকার। একথা আমরা সকলেই জানি যে বিমাসংস্থার ক্ষেত্রে বিদেশি বিনিয়োগ রয়েছে ৭৪% এলআইসির মত সংস্থার ব্যাপারটা একদমই অন্যরকম, কারণ এলআইসি সংসদের আইনের মাধ্যমেই তৈরি করা হয়েছে, এইজন্যে বাজারের অন্য বিমান সংস্থা গুলির সঙ্গে এলআইসি গুলিয়ে ফেললে কোন মতেই হবে না।

রিজার্ভ ব্যাংকে সেই সংস্থাকে এফডিআই বলে চিহ্নিত যেখানে বিদেশি ব্যক্তি বা সংস্থার মাধ্যমে ১০ শতাংশ বিনিয়োগ আসে। বর্তমানে দেশের আর্থিক পরিস্থিতি উজ্জ্বল করার জন্য কেন্দ্রীয় সরকার এলআইসির ৫ থেকে ১০% শেয়ার বিদেশিদের হাতে দিয়ে দেওয়ার কথা চিন্তা করছেন। কেন্দ্রীয় সরকারের মতে বিদেশে ৮ ট্রিলিয়ন শেয়ার বিক্রি করলে ১০ ট্রিলিয়ন টাকা আসবে ভারতের হাতে। ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গেছে ব্যাংক এবং বিনিয়োগকারীদের মধ্যে।