সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বি’য়ে’তে আ’গ্র’হী নয়, তরুণ প্রজন্ম এখন স’হ’বা’সে’ই বেশি স্ব’চ্ছ’ন্দ বোধ করেন, উ’ঠে এ’লো সমীক্ষায়

যত সময় এগোচ্ছে তত দেখা যাচ্ছে মানুষের বিচার বুদ্ধির বদল ঘটছে খুবই দ্রুত। মানুষের ব্যাক্তি সমাজে, প্রচলিত আইন অনুযায়ী পূর্বের আইনকে তোয়াক্কা না করেই মানুষ এখন নতুন আইন তৈরী করছে বলতে হলে একেবারে নিচের সুবিধা অনুযায়ী। আমরা সবাই জানি সমাজ এখন যুব সমাজের হাতেই, কারণ সমাজের বদল ঘটানোর জনয় তারাই কিন্তু অগ্রণী ভূমিকা গ্রহণ করে থাকে। তাই নতুন প্রজন্মের কথা যদি বলতে হয় তাহলে আমরা লক্ষ্য করব, তারা এখন দেখে শুনে বিয়ে করার বদলে নিজেরা পছন্দ করে বিয়ে করতেই বেশী স্বাচ্ছ্যন্দ বোধ বেশী করে। বিয়ের কথা যখন উঠলোই।

তখন বলতে হয় বিয়েটাকেও যেন তারা এখন গুরুত্ব কম দিয়ে চলেছে। সম্প্রতি একটি সমীক্ষায় ধরা পরেছে নতুন প্রজন্ম বিয়ের থেকে সহবাসকেই বেশী গুরুত্ব দেয়। ডেটিং একটি আপের মাধ্যমে ধরা পরেছে ৩০ বছরের নারী পুরুষেরা একে অপরের সাথে সহবাস করতেই বেশী স্বাচ্ছ্যন্দ বোধ করে থাকে। তাদের মতে, বিয়ের কি দরকার একে অপরকে জানার জন্য সহবাসই যথেষ্ট। বিবাহিত জীবনে যে বাধা ধরা নিয়ম আছে, সেটা কিন্তু এই সহবাসে নেই। তাই তারা স্বাধীনভাবে এটাকেই গ্রহণ করেছে। ৩০ বছরের নারী পুরুষের ৬৩ % এই সহবাসে আগ্রহী ও ৩০ বছরের বেশী বয়সেরা ৫৫% মানুষ আবার বিবাহে আগ্রহী।

তাহলে এই সমীক্ষায় বোঝাই যাচ্ছে একটা জিনিস স্পষ্ট, হয়তো বয়সের সাথে সাথে মানুষের রুচির পরিবর্তন ঘটে। আর এই সমীক্ষা তার উদাহরণ। কিন্তু এই ধরনের মানসিকতার কারণ কি? আসলে সহবাসে একটা স্বাধীনতা রয়েছে। তাদের পেশাদার জীবনকে কম প্রভাবিত করে। শতকরা ৬৯ জন মানুষের মতে কোনও সম্পর্ক থেকে বেরোনো মানে মানসিক চাপ সৃষ্টি করা নিজের ওপর। তাই বিবাহ বিচ্ছেদ আইনি বিভিন্ন পদক্ষেপ যা মানুষকে একেবারে বিপর্যস্ত করে তোলে, আর এই সব ঝামেলা, মানসিক চাপ থেকে দূরে থাকতেই যুব সমাজের এই সিদ্ধান্ত।