সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অস্কার মঞ্চে বি’ত’র্কে জড়ালেন দীপিকা, কাঁধখোলা গাউনে দু’র্দা’ন্ত লু’কে অভিনেত্রী

বারবার বিতর্কে জড়িয়ে পড়লেও দীপিকা পাডুকোনকে যে পেছনে ফেলে এত সহজ ব্যাপার নয় তা আরো একবার প্রমাণিত হয়ে গেল। সম্প্রতি অস্কারের মাঝে দেখা গিয়েছিল দীপিকা পাডুকোন কে উপস্থিত থাকতে। একদিকে যেমন অনেকে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন তেমন অন্যদিকে অনেকেই দীপিকার লুক নিয়ে করেছেন নিন্দা।

অস্কারের মঞ্চে দীপিকার পরনে ছিল কালো রঙের লুই ভিন্তর গাউন। কাঁধ খোলা লম্বা চুলের পা ঢাকা পোশাক। পিঠও নিরাবরণ। বিপদসীমায় থমকে যাওয়া নিচু গলা। শরীরে জড়িয়ে থাকা এই পোশাকের নাম অফ সোল্ডার মারমেড গাউন। মৎস্য কন্যার মতো আকৃতি বলেই এমন নাম দেওয়া হয়েছে। ফ্যাশন দুনিয়ায় কালো রঙের এই পোশাককে ক্লাসিক বলে মনে করা হয়। এ পোশাকের সঙ্গে দীপিকা পড়েছিলেন একটি কালো রঙের অপেরা গ্লাভস।

অনেকেই বলছেন হলিউডের বই গ্রহী ফ্যাশানকে কিছুটা অনুকরণ করার চেষ্টা করেছেন দীপিকা। হলিউড নায়িকাকে নকল করার চেষ্টা করলেও তাকে যে অসাধারণ দেখতে লাগছিল তা বলাই বাহুল্য। তবে দীপিকার সাজগোজ অস্কারের ফ্যাশন সমালোচকদের আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। ভারতীয় সিনেমার প্রতিনিধি হিসেবে কাজে নজর কেড়েছেন তা আন্তর্জাতিক ফ্যাশান পত্রিকা গুলির দীপিকার পোশাক নিয়ে আলোচনা দেখেই বোঝা যাচ্ছে।

আরো খবর: Group C: ৭৮৫ পদে ফে’র নি’য়ো’গ শীঘ্রই, ক’বে হবে কাউন্সেলিং? জানুন বি’শ’দে

সেই আলোচনার সারমর্ম হলো, দীপিকার পোশাকে ছিল মার্জিত গ্ল্যামারের দ্রৌপদী প্রদর্শন। এর আগেও নিয়মিত কান চলচ্চিত্র উৎসবে দীপিকার উপস্থিতি বারবার নজর কেড়েছিল ফ্যাশন দুনিয়ার। তবে হলিউড ঢঙের ক্লাসিক গাওনে তাকে খুব একটা দেখা যায়নি। এর আগে ২০১৭ সালে অস্কারের পার্টিতে হাজির হয়েছিলেন তিনি।

 

View this post on Instagram

 

A post shared by Deepika Padukone (@deepikapadukone)


সেবার তিনি কালো এবং ঝলমলে সোনালীর মিশেল একটি গাউন বেছে নিয়েছিলেন নিজের জন্য। তবে ২০২৩ সালে তার অসাধারণ ফ্যাশন বারবার সকলের নজর কেড়ে নিয়েছে। সোমবার সকালে দীপিকা প্রথমবার উঠলে নস্করের জন্য মনোনীত ভারতীয় সিনেমার অতিথিদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য।

 

View this post on Instagram

 

A post shared by Deepika Padukone (@deepikapadukone)

এই মঞ্চে দীপিকার মতোই প্রেজেন্টার হিসেবে ছিলেন হ্যাল বেরি, নিকোলে কিডম্যান এবং ডয়েন জনসন। দীপিকা মঞ্চে এসে এক গাল হেসে, কালো ভেলভেটের দস্তানা পরা হাত দুটি সামনে রেখে বক্তৃতা শুরু করেন। অল্প কথাতেই শেষ করেন দীপিকার। তবে তিনি অল্প কথাতেই বুঝিয়ে দেন youtube এবং tiktok এ গানটি কতবার মানুষের মন ছুয়ে গেছে।

এই গানটি প্রথম ভারতীয় সিনেমার গান যা অস্কারের জন্য মনোনীত হলো। এখনো যদি আপনারা এই গানটি না চিনে থাকেন তাহলে চেনার সময় এসেছে। বক্তিতা চলাকালীন বারবার হাততালি শব্দ শোনা যাচ্ছিল গ্যালারি থেকে।

 

View this post on Instagram

 

A post shared by Deepika Padukone (@deepikapadukone)


প্রত্যেক হাততালির শব্দে এক গাল হাসি উপহার দিয়ে আরো একবার নিজের বক্তৃতা চালু রাখেন তিনি। তবে পোশাকের পাশাপাশি প্রকাশ্যে এসেছে দীপিকার শরীরে থাকা নতুন ট্যাটু। একদা রণবীর কাপুরের প্রেমিকা রণবীরের আদ্য অক্ষর ট্যাটু করিয়েছিলেন নিজের শরীরে। সেই ট্যাটু বিয়ের সময় মুছে ফেলেছিলেন তিনি।

 

View this post on Instagram

 

A post shared by Deepika Padukone (@deepikapadukone)

এবার ঘাড়ে আরো একবার নতুন ট্যাটু তৈরি করেছেন তিনি। দীপিকার ঘাড়ে কালো রঙে যে ট্যাটু রয়েছে সেখানে দেখা যাচ্ছে লেখা রয়েছে, ৮২° ই। এটি আসলে একটি দ্রাঘিমা রেখা যা ভারতকে আড়াআড়িভাবে জুড়ে রেখেছে সুমেরু এবং কুমেরুর সঙ্গে। তবে এটির অর্থ শুধুমাত্র সেই দ্রাঘিমা রেখার নাম নয়। এই নতুন ট্যাটুতে সম্ভবত সেই ব্র্যান্ডের প্রচারও করেছেন অস্কারের মঞ্চে, যার মালিক দীপিকা নিজেই।