সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

টুকলি ক’রে সুপারহিট! অন্যের গল্প কপি ক’রে বলিউডে যে’স’ব সিনেমা সুপার-ডুপার হি’ট হয়েছে

আজকাল যেসব সিনেমা আমরা দেখি সেই সিনেমাতেই যেন অন্য সিনেমার গল্প খুঁজে পাই, আসলে ব্যাপারটা হচ্ছে এখানেই পুরো ঘটনাটাই হল চুরি বিদ্যা। চুরিবিদ্যা করেই এক সিনেমার গল্পগুলি আর এক সিনেমাতে যুক্ত করা হয়। আগে সোশ্যাল মিডিয়ার ব্যবহার ততটা বেশি না হওয়ার জন্য অনেক সত্যই গোপন থেকে যেত, কিন্তু বর্তমানে এদিক থেকে ওদিক দেশের কোনে হোক কিংবা বিদেশে যাই হোক না কেন সেটা সকল মানুষের সামনে খুব সাধারণ ভাবেই চলে আসে।

তারপরে আজকাল তো আমরা খুব সহজেই ব্যবহার করতে পারি গুগোল। অনেক বছরের পুরনো তথ্য হোক কিনা নতুন সব কিছুই খুব সহজেই আমরা জানতে পারি। কপিরাইট করলে সেটাও আমরা খুব সহজেই বুঝতে পারি। বিভিন্ন সিনেমাগুলির সাথে অন্যান্য সিনেমাগুলির অনেক মিল পাওয়া যায় বোঝা যায় যে, টুকলি করা হয়েছে।

হলিউডের গল্প চুরি করে বলিউড, আবার টলিউডের পরিচালকরা বলিউড থেকে গল্প চুরি করে সুতরাং যারা বলিউড-হলিউড এবং টলিউড তিন রকম ছবি দেখেন তারা খুব সহজেই বুঝতে পারেন গরমিলটা। আজকাল তো বেশিরভাগই সিনেমা গুলিতে অবিকল ঢেলে দেওয়া হয় অন্য সিনেমার রং। একদিকে বলিউড-হলিউড থেকে সিনেমা চুরি করে আর অন্যদিকে বলিউড থেকে গল্প চুরি করছে টলিউড।

সেই সিনেমাগুলির গল্প চুরি করে সে গুলোকে নানান রকম রং লাগিয়ে প্রতিস্থাপন করা হচ্ছে দর্শকদের সামনে। তবে শুধু বর্তমানে নয় অতীতেও এমন অনেক ছবি আছে বলিউডের, যার গল্পগুলি বেশিরভাগই হলিউড থেকে টুকলি করে নেওয়া। আসুন জেনে নেই সেই সমস্ত ছবিগুলি যেগুলো হলিউড থেকে নেওয়া হয়েছে।

প্রথমেই যে ছবিটি ১৯৯৮ সালে হলিউড ছবি “প্যাচ অ্যাডামস” অনুপ্রেরণা করে “মুন্নাভাই এমবিবিএস” ছবিটি বানানো হয়েছিল এই ছবিটি বানিয়েছিলেন রাজকুমার হিরানি। হলিউডের গল্পটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছিল, যদিও রাজকুমার হিরানি এমবিবিএসকে সেল্ফ ক্রিয়েশন বলে উল্লেখ করেছেন।

দ্বিতীয় ছবিটি হলো শাহরুখ খান কাজল অভিনীত “বাজিগর” সিনেমাটি যেটি হলিউডে “এ কিস বিফোর ডাইং” ছবিটি থেকে হুবহু তুলে নেওয়া হয়েছে। এরপরের কাজল, আশুতোষ রানা, সঞ্জয় দত্তের অভিনীত “দুশমন” ছবিটি হলিউডের “আই ফর দা আই” ছবিটি থেকে সমস্ত গল্পগুলি নেওয়া হয়েছে এই ছবিটি বলিউডে ভীষণভাবে সাফল্য পেয়েছিল।

এরপর “জুড়ুয়া” সিনেমাটি হলিউডের “টুইন ড্রাগন” এর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। “দোস্তানা” সিনেমাটি হলিউডের “নাও আই প্রনাউন্স ইউ চাক এন্ড ল্যারি” সিনেমাটি থেকে নেওয়া হয়েছিল। হৃত্বিক রোশন, প্রীতি জিন্তা অভিনীত “কোয়ি মিল গায়া” সিনেমাটির মিল পাওয়া গিয়েছিলন হলিউডের ” স্পিলবার্গের ইটি” সিনেমাটির সাথে।