সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সাবধান! এই ৫ রাশির শাশুড়িরা বে’শ সাংঘাতিক, পুত্রবধূদের জী’ব’নে জটিলতার সৃ’ষ্টি করে

বিয়ে এমন একটি সম্পর্ক যেখানে একটি মেয়ে তার মা-বাবাকে ছেড়ে নতুন একটি সম্পূর্ণ আলাদা পরিবারের সঙ্গে যুক্ত হয়, যেখানে প্রধান থাকেন শাশুড়ি মা।

তাই অনেকেই চিন্তা করে থাকেন বিয়ের আগে যে তার শাশুড়ি মা কেমন হবে, কারন বিয়ের পর শ্বশুরবাড়িতে যখন একটি মেয়ে যায় তখন বেশিরভাগ সময় কাটাতে হয় শাশুড়ি মায়ের সঙ্গে, তাই শাশুড়ি মায়ের সাথে বৌমার সম্পর্ক যদি বন্ধুত্বপূর্ণ না হয় তবে সে ক্ষেত্রে সংসারে নানান সমস্যা হতেই পারে।

তবে, বর্তমান সময়ে শাশুড়ি বৌমার সম্পর্কটা অনেকটাই উন্নত হয়েছে কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে শাশুড়ি মা এবং পুত্রবধূর সাথে সম্পর্ক হয় অনেকটাই বন্ধুর মত।

আরো পড়ুন: ইন্ডাস্ট্রির বহিরাগতদের নিয়ে কা’জ ক’রি না, আয়ুষ্মানের সঙ্গেও দুর্ব্যবহার করণ জোহরের

তবে জ্যোতিষশাস্ত্র মতে কয়েকটি রাশির কথা বলা রয়েছে যে রাশির শাশুড়ি মা-রা অত্যন্ত সমস্যা সৃষ্টি করতে পারে ছেলে এবং পুত্রবধূর মধ্যে। আসুন জেনে নি সেই সমস্ত রাশি কি কি।
,
প্রথমেই হলো সিংহ রাশি, এই রাশির শাশুড়িরা সব সময় তার নিজের সন্তানদের নিজেদের কাছে রাখতে চান। বিয়ের পরও যেন মায়ের প্রতি বেশি টান থাকে এবং যেটা না হওয়ার কারণে অনেক সময় নানান সমস্যার সৃষ্টি করতে থাকে শাশুড়িরা।

যখনই বউ মা এবং ছেলেকে একসঙ্গে সময় কাটাতে দেখেন তখনই তাদের মধ্যে এক অদ্ভুত ক্ষোভের সৃষ্টি হয়। সব সময় চেষ্টা করেন যেন পুত্রবধূ এবং ছেলের মধ্যে নানান সমস্যা লেগেই থাকে। তবে এটা সমস্ত সিংহ রাশিদের ক্ষেত্রে ঠিক নয়।

এর পরেই আসছে কর্কট রাশির শাশুড়ি মা-রা। এনারা অত্যন্ত উপর দিক থেকে ভদ্র কিন্তু ভিতরে হয় অত্যন্ত সাংঘাতিক। এই রাশির শাশুড়ি মা-রা সবসময় পুত্রবধূদের বিপক্ষেই হন, পুত্রবধূরা যদি কোন সময় কোন রকম মতামত দিয়ে থাকেন তবে সেটার উল্টো দিকেই যান তারা এমনকি সবসময় চান নিজের কথা মত পুত্রবধূকে চালাতে, তবে সে ক্ষেত্রে সব থেকে বিশেষ ব্যাপারটি হলো যদি এই রাশির শাশুড়িদের মন জয় করে নেওয়া যায় তবে সব থেকে ভালো বন্ধু হিসাবে পরিচিতি হয় এই রাশির শাশুড়ি মায়েরা।

মীন রাশির শাশুড়িরা অত্যন্ত নিষ্ঠুর এবং আক্রমনাত্মক প্রকৃতির হয়ে থাকেন। সবসময় চেষ্টা করেন পুত্রবধূদের নানানভাবে সমস্যায় ফেলতে কিন্তু অন্যদিক থেকে কিন্তু শান্ত প্রকৃতির হয়ে থাকেন।

মকর রাশির শাশুড়িমারা অত্যন্ত বেশি উদাসীন প্রকৃতির হয়ে থাকেন, সবসময় বউ এবং ছেলের মধ্যে যেন সমস্যা তৈরি করতে এবং সেই সমস্যার কখনোই না মেটাতে তবে এরা প্রত্যক্ষভাবে কোন রকম সমস্যা সৃষ্টি করেন না। ছেলে এবং পুত্রবধূদের মধ্যে।

সবথেকে সাংঘাতিক হয় ধনু রাশির শাশুড়িরা। প্রচন্ড হিংস্র আচরণ করতে পারেন মাঝে মাঝে ছেলে বউকে নানান রকম ভাবে সমস্যায় ফেলতে চেষ্টা করে থাকেন এবং চেষ্টা করেন ছেলে এবং পুত্রবধূর মধ্যে সমস্যা সৃষ্টি করতে।