সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

১ মে থেকে কল ও SMS-এ নয়া নিয়ম চা’লু হ’চ্ছে, জানুন অবশ্যই

খুব দরকারি কোনও কাজের মাঝে হঠাৎই বেজে উঠল ফোন। অচেনা নম্বর দেখে ফোন রিসিভ করে শুনলেন কোনও সংস্থা আপনাকে ক্রেডিট কার্ড বা অন্য কোনো প্রোডাক্ট দিতে আগ্রহী।এই কল গুলি অনেকক্ষেত্রে বিরক্তির বিষয় হয়ে দাঁড়ায়। এই কল গুলিকে ‘স্প্যাম কল’ বলা হয়।

এর থেকে মুক্তি দিতে TRAI নিয়ে এলো এক নতুন নিয়ম। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI) হল একটি নিয়ন্ত্রক সংস্থা যা 1997 সালে ভারত সরকারের টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অ্যাক্ট-এর ধারা 3 এর অধীনে প্রতিষ্ঠিত হয়েছে।

এটি ভারতের টেলিকমিউনিকেশন সেক্টরের নিয়ন্ত্রক সংস্থা। এবার টেলিমার্কেটিং সংস্থাগুলির অনিয়ন্ত্রিত ফোন কল ও এসএমএস এর উপর লাগাম টানতে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা TRAI নতুন নিয়ম চালু করতে চলেছে।

আরো খবর: দু’র্দা’ন্ত স্কি’ম নিয়ে এলো LIC, পেনশন মিলবে ১২ হাজার টা’কা

TRAI একটি ফিল্টার সেট আপ করছে। এর মাধ্যমে আগামী ১ মে, ২০২৩ থেকে ফোনে ভুয়ো কল এবং SMS বন্ধ করা যাবে। সম্প্রতি ভারতের প্রধান দুটি টেলি সংস্থাও এই উদ্যোগ নিয়েছে।

Airtel তাদের কাস্টমারদের জন্য এই ধরণের AI ফিল্টারের কথা জানিয়েছে। পিছিয়ে নেই Jio । তারাও এই AI ফিল্টারের ব্যাবহার খুব শীগ্রই চালু করবে বলে জানিয়েছে।