সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পুরানো গাড়ি কে’না’র আগে ভা’লো করে দেখে নিন এই কয়েকটি বি’ষ’য়, তবেই হবেন লাভবান

বর্তমান দুর্মূল্যের বাজারে নতুন গাড়ী কেনা অনেকের পক্ষেই সম্ভব নয়। কাজেই ভালো মানের পুরনো গাড়ির প্রতিও গ্রাহকের নজর থাকে। পুরনো গাড়ির ক্ষেত্রে রেজিস্ট্রেশন, রোড ট্যাক্স, আরটিও চার্জের মতো খরচ থাকে না। এখন পুরনো গাড়ির মান ভালো হবে কিনা তা আগে থেকে কি করে বুঝবেন? পুরনো গাড়ি কেনার ক্ষেত্রে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে তার উল্লেখ রইলো এই প্রতিবেদনে।

গাড়ির অবস্থা দেখে নিন : গাড়ির গায়ে কোন দাগ বা ফাটল আছে কিনা, নতুন রং করা হলে সব জায়গায় ঠিকঠাক রং হয়েছে কিনা, কোন পার্টস বদলানো হলে সেই পার্টস ঠিকমতো ফিট করেছে কিনা, এসব দিকে লক্ষ রাখা প্রয়োজন।

গাড়ির গায়ে মরচে আছে কিনা : জলে কাদায় গাড়ির গায়ে মরচে ধরা স্বাভাবিক। তাই পুরনো গাড়ির ক্ষেত্রে গাড়ির তলায় মরচে পড়েছে কিনা দেখে নেওয়া প্রয়োজন। খুব কম দামে পেলেও মরচে ধরা গাড়ি কিনতে যাবেন না।

গাড়ির সিট দেখে নিন : সব ক’টি সিটের দরজা খুলছে কিনা দেখে নিন। সিটে বসেও চেক করে নেবেন। সিটবেল্ট এয়ারব্যাগ ঠিকঠাক আছে কিনা দেখে নিন। সেইসঙ্গে গাড়ির স্টিয়ারিং, মিউজিক সিস্টেম, এসি এসবও চালিয়ে দেখে নিতে হবে।

ইঞ্জিন এবং টায়ার চেক করে নিন : খুব কম দামের গাড়ি কিংবা ঝাঁ-চকচকে গাড়ি রেখে মোহিত হয়ে যাবেন না। গাড়ির ইঞ্জিন এবং টায়ার ভালো করে চেক করে নিতে হবে। গাড়ি কতবার সার্ভিসিংয়ে গেছে সেটাও চেক করে।

গাড়ির কাগজপত্র : সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো গাড়ির কাগজপত্র। গাড়ির নামে আগে কোনো আইনি অভিযোগ আছে কিনা দেখে নিন। কোনও ফাইন বা ট্যাক্স বাকি আছে কিনা সেটাও জেনে নিন। গাড়ি কেনার পর নিজের নামে ইনসিওরেন্সের কাগজ বানিয়ে নেবেন। গাড়ির সমস্ত অরিজিনাল কাগজপত্র দেখে তবেই গাড়ি কিনবেন।