সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দু’র্দা’ন্ত স্কি’ম নিয়ে এলো LIC, পেনশন মিলবে ১২ হাজার টা’কা

অবসর গ্রহণের পরে আয়ের উৎস নিশ্চিত করতে একটি নতুন প্ল্যান নিয়ে হাজির LIC । নতুন এই প্রকল্পের নাম New Jeevan Shanti Yojana।এতে রয়েছে অবসর গ্রহণের পর আজীবন পেনশনের সুবিধা।

গত ৫ জানুয়ারি ২০২৩ থেকে এই স্কিমে বেশি ইনসেনটিভ দেওয়া হচ্ছে। এতে এখন ১০০০ টাকায় ৩ টাকা থেকে ৯.৭৫ টাকা দেওয়া হচ্ছে। নতুন জীবন শান্তি পরিকল্পনার প্ল্যান নম্বর হল ৮৫৮।

এই স্কিম অনুযায়ী অর্ধ-বার্ষিক,ত্রৈমাসিক ও মাসিক ভিত্তিতে টাকা পাওয়া যায়। এই স্কিমের সর্বনিম্ন পরিকল্পনা মূল্য ১.৫ লক্ষ টাকা৷ অন্যদিকে এই পরিকল্পনায় বিনিয়োগের কোনও উচ্চ সীমা নেই।

আরো খবর: শুভেন্দু অধিকারীর শিক্ষাগত যো’গ্য’তা কতটা? কি নিয়ে পড়াশোনা করেছেন?

১.৫ লক্ষ টাকা বিনিয়োগ করলে প্রতি মাসে ১০০০ টাকা আজীবন পেনশন পাবেন। আর আপনি প্রতি ত্রৈমাসিকে টাকা তুললে ৩০০০ টাকা,প্রতি অর্ধ বছরে ৬০০০ টাকা আর প্রতি বছরে টাকা তুললে ১২০০০ টাকা পাবেন।

এই জীবন শান্তি পরিকল্পনায় ইনভেস্টমেন্টের বা প্রবেশের ন্যূনতম বয়স নির্ণয় করা হয়েছে ৩০ বছর এবং সর্বোচ্চ বয়স ৭৯ বছর।ন্যূনতম ভেস্টিং বয়স ৩১ বছর। ন্যূনতম ডিফারমেন্ট পিরিয়ড ১ বছর। ৩০ দিনের ফ্রি লুক পিরিয়ড ও রয়েছে এই পলিসিতে।