সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আলোচনা চলছে কেন্দ্রে! ফে’র আগের হারেই পেতে পারেন রান্নার গ্যা’সে ভ’র্তু’কি

করোনা পরবর্তী সময়ে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম লাফিয়ে লাফিয়ে বেড়েছে। একই সঙ্গে পাল্লা দিয়ে কমেছে ভর্তুকির পরিমাণ। যা নিয়ে কার্যত কেন্দ্রের বিরুদ্ধে সাধারণের ক্ষোভ বাড়ছে। এমতাবস্থায় সিলিন্ডার গ্রাহকদের জন্য সুখবর শোনা যাচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। রান্নার গ্যাসের সিলিন্ডারের উপর ভর্তুকি ফিরিয়ে আনার কথা আলোচনা করছে কেন্দ্র।

কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক এই মর্মে আলোচনা শুরু করেছে। যদিও কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এখনো এই বিষয়ে কোনো ঘোষণা করা। উল্লেখ্য বর্তমানে ১৪.২ কেজি এলপিজি গ্যাসের সিলিন্ডারের দাম ৯১১ টাকায় পৌঁছেছে। এদিকে উল্লেখযোগ্য হারে কমছে ভর্তুকির পরিমাণ। গত আগস্ট মাসে গ্রাহক ভর্তুকি পেয়েছেন মাত্র ১৯ টাকা ৭৫ পয়সা। দিল্লি-সহ বহু এলাকায় আবার ভর্তুকি দেওয়াই হচ্ছে না।

বর্তমানে উত্তর-পূর্বের রাজ্যগুলিতেই কেবল সিলিন্ডারের উপর ভর্তুকি দেওয়া হচ্ছে। রান্নার গ্যাসের সিলিন্ডারের ক্রমাগত দাম বৃদ্ধি এবং ভর্তুকির পরিমাণ নিয়ে সাধারণের ক্ষোভ কার্যত আসন্ন বিধানসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনের উপর গুরুতর প্রভাব ফেলতে পারে। সে কথা বিবেচনা করেই এখন রান্না গ্যাসের ভর্তুকির পরিমাণ নিয়ে বিবেচনা করা হচ্ছে কেন্দ্রের অন্দরমহলে।

একদিকে রান্নার গ্যাস, অপরদিকে পেট্রোল-ডিজেলের দাম নিয়ে কার্যত নাজেহাল সাধারণ মানুষ। পেট্রোল-ডিজেলের দাম ক্রমাগত বৃদ্ধি পাওয়ার কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বাড়ছে। এমতাবস্থায় নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি ভোট বাক্সের উপর গুরুতর প্রভাব ফেলবে। তাই এখন থেকেই এই সমস্যার প্রতিকারের প্রস্তুতি নেওয়ার কথা ভাবছে কেন্দ্র।