সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাজার কাঁ’পা’তে আসছে TATA-র PUNCH, দাম সকলের নাগালের মধ্যেই, দেখুন ফি’চা’র্স

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর ভারতের বাজারে টাটা পাঞ্চ লঞ্চ হলো। দীর্ঘদিন ধরেই এই এসইউভি গাড়ির জন্য অপেক্ষা করছিলেন যানবাহন প্রেমীরা। এই গাড়ির দাম নির্ধারণ করা হয়েছে 5 লক্ষ 49 হাজার টাকা। টাটা গোষ্ঠীর তরফ থেকে লঞ্চ করা এই টাটা পাঞ্চ ইতিমধ্যেই গ্রাহকদের মধ্যে শোরগোল ফেলতে শুরু করেছে।

টাটার এই মিনি এসইউভি ভারতের প্রথম কম্প্যাক্ট এসইউভি হিসেবে বাজারে লঞ্চ হলো। গ্লোবাল এনসিএপি 5 স্টার রেটিং ইতিমধ্যেই দখল করে নিয়েছে এই গাড়িটি। অ্যাডাল্ট অকুপান্ট প্রোটেকশনের জন্য এই রেটিং পেয়েছে গাড়িটি। চাইল্ড অকুপান্ট প্রোটেকশনের জন্য গাড়ি রেটিং পেয়েছে চার। টাটার তরফ থেকে জানানো হয়েছে এই বিষয়টি।

প্রসঙ্গত উল্লেখ্য, গত অক্টোবর মাস থেকেই টাটার এই গাড়ির বুকিং শুরু হয়ে গিয়েছিল। 21 হাজার টাকা থেকে শুরু হয়েছে গাড়ির বুকিং। টাটা মোটরের বিভিন্ন দেশের নানা স্টুডিও থেকে গাড়িটি তৈরি হয়েছে। ইউনাইটেড কিংডম এবং ইটালি থেকে তৈরি হয়েছে গাড়িটি। বর্তমানে গ্রাহকদের চাহিদা মাথায় রেখে গাড়িটিকে বাজারে লঞ্চ করা হয়েছে।

এই গাড়িটি সাধারণত ছোট আকৃতির। তবে আয়তনে বেশ বড়। সুরক্ষা এবং পারফরম্যান্সের ভিত্তিতে এগিয়ে রয়েছে গাড়িটি। নতুন এই পাঞ্চ মডেলে আলফা আর্কিটেকচার ব্যবহার করা হয়েছে। যা গ্রাহকদের আকর্ষণ করছে। প্রতি লিটার পেট্রোলে 18.97 কিলোমিটার পর্যন্ত চলতে পারে গাড়িটি। উৎসবের মুহুর্তে যারা নতুন গাড়ি কেনার পরিকল্পনা করছিলেন, তাদের জন্য এসে গিয়েছে সুবর্ণ সুযোগ।