সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দেশজুড়ে প্র’ব’ল শো’ক, পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়া প্রাক্তণ ভারতীয় জওয়ান প্র’য়া’ত

২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর ৭১ সালে ভারত পাকিস্তান সীমান্তে হওয়া লঙ্গেওয়ালা যুদ্ধ নিয়ে নানান ইতিহাস উন্মোচন করেন। ১৯৭১ সালে ভারত পাকিস্তান যুদ্ধে ১২০ জন বীর ভারতীয় সেনা পাক বাহিনীকে নাস্তানাবুদ করে ধ্বংস করে দেয় পাকিস্তানের ট্যাংক।

সেই যুদ্ধ লঙ্গেওয়ালার যুদ্ধ নামেই পরিচিত। বিশ্বের সবচেয়ে ভয়ংকর ট্যাংক যুদ্ধ। জয়সালমীরের পশ্চিমে অবস্থিত ভারত পাকিস্তানের একেবারে কেন্দ্রবিন্দু। ১২০ জন ভারতীয় সেনা পাকিস্তান আর্মি ২০০০ সেনার সঙ্গে লড়াই করে।

পাকিস্তানের ঘৃণ্য চক্রান্তের জবাব দিয়েছিল ভারত। ১৯৭১ সালে যুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনীর সজ্জিত করে জয়সালমীর অংশটি দখল করতে চেয়েছিল। যদিও তারা পুরোপুরি ব্যর্থ হয় যার নেপথ্যে ছিলেন ভাইরো সিং রাঠোর। যিনি পিছু হটতে বাধ্য করেছিলেন পাকিস্তানি সেনাবাহিনীকে।

আরো খবর: তৃতীয় স্ত’রে’র ধূ’ম’পা’ন কী?

মেজর কুলদীপ সিং চাঁদপুরী এবং রাঠোর একসঙ্গে হয়ে শত্রুদের বিরুদ্ধে নেমেছিলেন মাঠে। তখন মাত্র ১২০ জন সেনা ছিল তাদের সামনে। কঠিনতর হয়ে উঠেছিল পরিস্থিতি। তা সত্ত্বেও ভারতীয় সেনা ট্যাংক গুলি ধ্বংস করে দেয় চোখের নিমেষে।

পাকিস্তানের চোখ রাঙ্গানির ভয়ে যে মানুষটি নিজের বুক পেতে দিয়েছিলেন সেই ভাইরো সিং রাঠোর প্রয়াত হয়েছেন। ৮১ বছর বয়সে প্রয়াত হলেন তিনি। বর্ডার সিনেমায় তাঁর চরিত্রে অভিনয় করেছিলেন বলিউডের সুনীল শেট্টি।

সোমবার রাজস্থান যোধপুর এইমস হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হার্টের কিছু সমস্যা ছিল বলে জানা যায় হাসপাতাল সূত্রে। এই মহানায়কের প্রাণে শোকোস্তব্ধ গোটা দেশ।