সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

তৃতীয় স্ত’রে’র ধূ’ম’পা’ন কী?

ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এই কথা আমরা হামেশাই শুনি কিন্তু কোথাও এটা শোনা যায়না পরোক্ষ ধূমপানের ক্ষতিকারণ প্রভাব। হ্যা পরোক্ষ ধূমপানেও খুব খারাপ প্রভাব পরে। এরকম অনেকেই আছেন যারা সারাজীবনে বিড়ি সিগারেট ছুঁয়েও দেখেন নি তাদের কান্সার হয়েছে বলে শোনা যায়।

এর নানা রকম কারণ থাকতে পারে তবে সব গুলো কারণের মধ্যে একটা কারণ হলো কোনো ব্যাক্তি যদি কোথাও ধূমপান করেন আর কোনো ব্যাক্তি যদি তার পাশে দাঁড়িয়ে থাকেন তাহলে তাঁর মধ্যে ধূমপানের ধোঁয়া প্রবেশ করে তার শরীরেও সমান খারাপ প্রভাব ফেলে।

এরকম ভাবে কত জায়গায় কত মানুষের অজান্তেই এই বিষ ধোঁয়া শরীরে চলে যাচ্ছে তাঁরা বুঝতেও পারে না। এছাড়াও থার্ড হ্যান্ড স্মোকিং বলেও একটি ধূমপান রয়েছে।

আরো খবর: জ্যোতিষশাস্ত্র হিসেবে এই যো’গে জ’ন্ম হলে গরীব হওয়ার সম্ভাবনাই বে’শি! তবে আ’ছে প্রতিকার

আর এটি হলো, ধরুন কোনো ব্যাক্তি একটা গাড়ির ভিতর ধূমপান করছেন তাঁর ওই ধূমপানের রাসায়নিক এর সাথে বাতাসে থাকা রাসায়নিকের বিক্রিয়ার ফলে মানুষের শরীরে যে খারাপ রাসায়নিক প্রবেশ করে সেটাও মানবদেহে খুব ক্ষতি করে।

ঘরের দেওয়াল, কার্পেট, সোফা, মেঝে, আসবাবপত্রের উপর নিকোটিনের আস্তরণ তৈরি হয়। বাতাসে অন্যান্য দূষিত কণার সঙ্গে মিশে গিয়ে সেই নিকোটিনের আস্তরণ ক্ষতিকর প্রভাব ফেলে শরীরের উপর। একেই বলা হচ্ছে তৃতীয় স্তরের ধূমপান।

বিজ্ঞানীদের মতে এই তৃতীয় স্তরের ধূমপান সবচেয়ে খারাপ প্রভাব ফেলে একটা মানুষের শরীরের উপর।কারণ ধূমপানের ধোঁয়ার থেকেও এই রাসায়নিক বিক্রিয়ার ফলে তৈরি হওয়া ব্যাকটেরিয়া আরো ক্ষতিকারক। এটা থেকে ক্যান্সার, হার্টের অসুখ হতে পারে বলে জানা যাচ্ছে।