সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

জ্যোতিষশাস্ত্র হিসেবে এই যো’গে জ’ন্ম হলে গরীব হওয়ার সম্ভাবনাই বে’শি! তবে আ’ছে প্রতিকার

প্রতিটা মানুষের মধ্যেই একটা শক্তিশালী মন থাকে আবার একটা দুর্বল মনও থাকে। আর তাই কোনো কিছু খারাপ ঘটলেই খারাপটা মনের দুর্বল জায়গায় আঘাত করে। সেই মুহূর্তে আমাদের দুর্বল মন ঠাকুর দেবতা বা জ্যোতিষশাস্ত্র এসবের উপর ভরসা করতে শুরু করে কিছু কিছু অলৌকিক বিষয় তো আছেই যা মানুষের অনেক উপকার করে। আর তাই মানুষের জ্যোতিষশাস্ত্রের উপর একটু একটু করে আস্থার জায়গা তৈরি হয়েছে।

আর তাই জ্যোতিষশাস্ত্র মতে প্রতিটা মানুষই যখন এই পৃথিবীতে জন্মগ্রহণ করেন তখন কিছু ভালো যোগ ও কিছু অশুভ যোগ নিয়েই জন্মগ্রহণ করেন। আর তার মধ্যেই কিছু কিছু মানুষের অশুভ যোগ গুলি এতটাই খারাপ হয় যে তাদের জীবনে শিশু কাল থেকে শুরু করে জীবন যত এগোতে থাকে তত বেশী এই যোগ বাড়তে থাকে। তাতে তার ব্যাক্তিগত জীবন থেকে শুরু করে কর্ম জীবন সব কিছুর ওপরই একটা খারাপ প্রভাব পড়তে শুরু করে।

আর এই অশুভ যোগের মধ্যে কুণ্ডলীর অন্যতম অশুভ যোগ হল শাপিত যোগ। জ্যোতিষশাস্ত্র অনুসারে, যাদের কুণ্ডলীতে এই যোগ আছে, তাঁদের জীবন জুড়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এই যোগে দুষ্ট যাঁদের কুণ্ডলী তাঁরা কোনও দিনই ভাগ্যের সহায়তাও সেভাবে পান না।

আরো খবর: এভা’বে কিছু না করেই Amazon থেকে পাওয়া যে’তে পারে টা’কা! শুধু করুন এই ছোট্ট কা’জ

মনে করা হয় সাধারণত দুটি গ্রহের মিলনে এই শাপিত যোগ নামের এই অশুভ যোগ তৈরি হয়: রাহু ও শনির মিলনে জন্মকুণ্ডলীতে এই অভিশপ্ত দোষ তৈরি হয়। রাহু ও শনি যদি কারও কুণ্ডলীতে দুর্বল হয়, তবে তাঁর জন্মকুণ্ডলীতে এই যোগ থাকলে তার ফল অত্যন্ত খারাপ দিকে যায়। একইসঙ্গে বলা হয়, পূর্বজন্মে খারাপ কাজের কারণেও অনেক মানুষকে এই দোষের সম্মুখীন হতে হয়।

এই শাপিত যোগ এতটাই খারাপ যে, যে মানুষের জীবনে সব দিক থেকেই খারাপ প্রভাব ফেলতে শুরু করে। এর সঙ্গে যদি কোনও ব্যক্তির কুণ্ডলীর দশম ঘরে এই যোগ তৈরি হয়, তাহলে সেই ব্যক্তি বহুবার চাকরি হারাতে পারেন। দ্বাদশ ঘরে তৈরি হলে কারাগার পর্যন্ত হতে পারে বলে মনে করা হয়।

তবে এই যোগ থেকে মুক্তি পাওয়ার বেশ কিছু উপায় আছে।

যেমন :-

১) প্রতি সোমবার দুধ, দই ও মধু দিয়ে শিবের অভিষেক করুন।

২) প্রতি শনিবার শনি চালিসা পাঠ করলেও শুভ ফল পাওয়া যায়। শনি মূর্তির সামনে সরষের তেলের প্রদীপ জ্বালালেও উপকার হয়।

৩) শনি ও রাহুর মন্ত্র জপ করুন।

৪) কালো কুকুরকে ঘি ভরা রুটি খাওয়ালেও এই দোষ দূর হয় বা এর পার্শ্বপ্রতিক্রিয়া কমে।

৫) পাখিদের কালো ও সবুজ দান খাওয়ান।