সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মমতার ক’থা’য় অনুপ্রাণিত হ’য়ে চপের দো’কা’ন দিলেন বিজেপি বিধায়ক, ইনকাম ক’রে বা’না’বে’ন তিনতলা বাড়ি

বাঁকুড়ার বিতর্কিত বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা চপ ভাজলেন। বাড়ির পাশের দোকানে চপ ভেজে তাঁর কটাক্ষ, মুখ্যমন্ত্রীর কথায় অনুপ্রাণিত হয়েই এ কাজ করেছেন। ভাল বুঝেছেন তাই করেছেন, পাল্টা জবাব তালডাংরার তৃণমূল-বিধায়কের। তবে এটা কি শুধুই শাসকদলকে খোঁচা, নাকি অন্য কোনও বার্তা ? তাই নিয়েই সরগম রাজনৈতিক মহল।

কিছুদিন আগেই বাঁকুড়ার বিজেপি বিধায়ক ছেড়েছেন দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ। সূত্রের দাবি, জেলার ২ সাংগঠনিক সভাপতিকে নিয়ে আপত্তি জানিয়ে, ২ দিন আগেই কেন্দ্রীয় নেতৃত্বকে চিঠিও দিয়েছেন। বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার ভূমিকা নিয়ে যখন জোর চর্চা চলছে, তখন তাঁকে দেখা গেল অন্য ভূমিকায়। শনিবার সকালে বাঁকুড়া শহরের কানকাটা এলাকায় নিজের বাড়ির পাশে একটি দোকানে চপ ভাজলেন তিনি।

তবে, বিজেপি বিধায়কের এই কাজকে স্বাগত জানিয়েছেন বাঁকুড়ার তৃণমূল বিধায়ক অরূপ চক্রবর্তী। তৃণমূল বিধায়ক বলেন, নীলাদ্রিবাবুর মনের থেকে এই কথা বেরিয়েছি। তিনি স্বীকার করলেন যে, মুখ্যমন্ত্রী বাংলার উন্নয়নের জন্য যেই প্রকল্পগুলো চালাচ্ছেন, তাতে মানুষের উপকারই হবে। ওনাকে এটা বোঝার জন্য অভিনন্দন জানাচ্ছি।