সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাদুড়ের তো ডানা আছে, সে উড়তেও পা’রে! তাহলে বাদুড় কি পাখি না পশু?

বাদুর নিয়ে অনেকের মনে প্রশ্ন আছে। বাদুর কিন্তু স্থানীয় একটি প্রাণী এর ডানা আছে এবং এটি উড়তেও পারে। তাহলে বাদুর কে কি পাখির গোষ্ঠীতে রাখা যায়? বাদুড়কে দেখে অনেকেই অনেক কিছু ভেবে থাকে কিন্তু কিন্তু খরগোশের মতো তার দুটো বড় বড় কান, ছাতার মতো অদ্ভুত তার পাখনা আবার চোখেও তারা ভালোমতো দেখতে পারেনা।

জানা গিয়েছে পৃথিবীতে নাকি ১১০০ প্রজাতি রয়েছে বাদুড়ের যার মধ্যে ৭০ ভাগ পতঙ্গভুক। দিনের বেলায় বাদুর চোখে দেখেনা সেটা আমরা সবাই জানি, তারা চলাফেরা করার সময় শব্দত্তোর তরঙ্গ কে ব্যবহার করে থাকে।

আসলে বাদুর নিজেই মুখ দিয়ে একটি শব্দ বাইরে বের করে, সেই শব্দ ছড়িয়ে পড়ে বাতাসে। শব্দ বিভিন্ন স্থানে বাধা পেয়ে আবার ফিরে আসে বাদুড়ের কাছে। তবে যেটা নিয়ে সবার প্রশ্ন রয়েছে বাদুর কি পাখি?

আরো খবর: ফের কি দেশে ক’রো’না’র প্র’কো’প বাড়ছে? তবে কি ৪ নম্বর টি’কা নিতেই হবে?

বিজ্ঞানীরা জানিয়েছে বাদুর পাখি নয়, তারা একটি ডানাযুক্ত প্রাণী যারা স্তন্যপায়। বাদুড় বাচ্চা দেয় পাখির মত ডিম পারে না। তারা নিজের বাচ্চাদের বুকের দুধ খাওয়ায়। তাই তারা পাখিদের শ্রেণীতে বিবেচিত হয় না।