সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মঙ্গলে মি’ল’লো রহস্যম’য় দরজা! রোভার Curiosity-র ছবি ঘিরে তু’মু’ল চা’ঞ্চ’ল্য

Alien বা ভীনগ্রহী সম্বন্ধে মানুষ বরাবরই জানতে চায়। তাদের ব্যাপারে মানুষের কৌতূহলের শেষ নেই। পৃথিবীর বাইরের গ্রহগুলোতে আদৌ কোনো Alien থাকে কিনা সে ব্যাপারে মানুষের সন্দেহ রয়েছে।

আর তার এই চিন্তা ভাবনা কে আরও খানিকটা বাড়িয়ে দিল সম্প্রতি প্রকাশিত একটি ছবি। এই ছবিটি তোলা হয়েছে NASA-র Curiosity রোভারের Mastcam এর সাহায্যে। গত ৭ই মে এই ছবি তোলা হয়েছে বলে জানা গেছে।

মঙ্গল গ্রহের ভূগাঠনিক এলাকা Greenheugh Pediment-এ এই ছবি তোলা হয়েছে। ছবিটি দেখে মনে হচ্ছে হয়তো নতুন কোনো সুড়ঙ্গের সৃষ্টি হচ্ছে এই দরজার পর থেকে।

আরো পড়ুন: হার্ট অ্যা’টা’ক হওয়ার আ’গে এই সিগন্যাল গুলি দিয়ে থাকে আপনার শরীর

তবে এই ছবি নিয়ে সংশয় রয়েছে। অনুমান করা হচ্ছেহচ্ছে, দুই পাথরের মাঝের ফাঁকা অংশ দিয়ে হয়তো একজন মানুষ যাতায়াত করতে পারেন। আবার মনে হচ্ছে ওই ফাঁকা দরজার মতো অংশ সামান্য কয়েক সেন্টিমিটার চওড়া।

যদিও আয়তন স্পষ্ট নয় ছবিতে। Reddit-এ ভাইরাল হওয়া NASA-র Curiosity রোভারের এই ছবির কমেন্ট বক্সে নেটিজেনদের একাংশ দাবি করেছেন, এটি হল Shear fracrures, কোনো দরজা নয়।

আরো পড়ুন: স্বামী পরকীয়া করতেই ব্য’স্ত, দুঃখে নিজেও অ’ন্য পুরুষের স’ঙ্গে স’ম্প’র্কে জড়িয়েছেন মুমতাজ

এমনকি খুব ভালো করে লক্ষ্য করলে ছবিতে আরও কয়েকটি Shear fracrures এর দেখা মিলতে পারে বলেও বক্তব্য অনেক নেটিজেনের। অনেকে আবার বলেছেন দুটো পাথর ভেঙে গিয়ে মাঝে ওরকম দরজার মতো অংশ তৈরি হয়েছে।

মঙ্গল গ্রহে এর আগে NASA-র Curiosity রোভার কার্বনের চিহ্ন খুঁজে পেয়েছিল। আবার মঙ্গল গ্রহের বুকে রোভার পারসিভেরান্স পাথুরে নমুনাও সংগ্রহ করছে। সেই সাথে লালগ্রহে প্রাণের অস্তিত্বের সন্ধান চালাচ্ছে এই রোভার।