সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সন্তানের পদবি ঠি’ক ক’রে দেবেন মা! কি বললো সুপ্রিম কোর্ট জেনে নিন

এবার থেকে শিশুর পদবি ঠিক করবেন মা। একটি রায় দিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে, সন্তানের নামকরণের সময় পদবি বা উপনাম কি রাখা হবে তার নির্ধারণের সম্পূর্ণ অধিকার রয়েছে একজন মায়ের।

কারণ একজন মা-ই সন্তানের একমাত্র প্রাকৃতিক অভিভাবক। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট এক রায়ে জানিয়েছে, যেহেতু সন্তানের একমাত্র প্রাকৃতিক অভিভাবক মা, তাই তিনি সন্তানের পদবি বা উপনাম নির্ধারণ করতে পারেন।

বৃহস্পতিবার বিচারপতি দীনেশ মহেশ্বরী এবং বিচারপতি কৃষ্ণ মুরারির বেঞ্চ এই রায় দিয়েছে। এই প্রসঙ্গে উঠে আসে দত্তক আইন সংক্রান্ত ১৯৫৬ এর ৬ নম্বর ধারার বিষয়।

আরো পড়ুন: হা’র না মানার প্রতিজ্ঞা, ৩৯ বা’র ফে’ল করার পর গুগলে চাকরি পেলেন যুবক

এমনকি বেঞ্চ রায় দেওয়ার সময় জানিয়েছে, এই পদবি বা সারনেম বলতে বোঝায় যে নামটি সেই ব্যক্তি পরিবারের অন্যান্য সদস্যের সঙ্গে ভাগ করে নেন। এটি শুধু মাত্র কোন বংশের ইঙ্গিত নয়, এর আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

এই বিষয়টি শিশুদের সাথে সম্পর্কিত অনুভূতির সঙ্গে জড়িয়ে। শীর্ষ আদালতে এই প্রসঙ্গে উঠে আসে ২০১৪ সালের অন্ধপ্রদেশ হাইকোর্টের নির্দেশনা। যেখানে পিতার পদবি পুনরুদ্ধারের জন্য মামলা হয়েছিল। এক মহিলার প্রথম স্বামী ২০০৬ সালে মারা যান। তখন তার সন্তানের বয়স ছিল মাত্র আড়াই বছর।

তিনি পুনরায় বিবাহ করেন ২০০৭ সালে। কিন্তু ওই শিশুটির জৈবিক পিতার পরিবারের তরফ থেকে আদালতে জানানো হয় যেন শিশুটি তার পিতার পদবি ব্যবহার করে।

কোর্ট তখন জানায়, স্বাভাবিকভাবেই ওই শিশুটির পিতার নামের জায়গায় তার জৈবিক পিতার নাম দেখানো হবে। আর যদি সে অনুমতি না দেওয়া হয় তাহলে ওই মহিলার দ্বিতীয় স্বামীর নাম সৎ পিতা হিসেবে উল্লেখ করতে হবে।