সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

হা’র না মানার প্রতিজ্ঞা, ৩৯ বা’র ফে’ল করার পর গুগলে চাকরি পেলেন যুবক

একবার না পারিলে দেখ শতবার– কবি কালীপ্রসন্ন ঘোষের লেখা এই লাইনটি জীবনে সবাই উপলব্ধি করতে পারে না। কিন্তু ওই লাইনটির অন্তর্নিহিত অর্থ বুঝতে পেরেছিলেন টেইলর কোহেন।

টেইলর কোহেন ওই লাইনটির দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন তাই হয়তো বারবার গুগলের চাকরির জন্য আবেদন করেও ফল না হওয়ায় তিনি হাল ছাড়েন নি। অবশেষে তিনি সফল হলেন।

আমাদের বহু মানুষেরই স্বপ্ন থাকে জীবনে কিছু না কিছু পেশার পথ বেছে নেওয়ার। কিন্তু চেষ্টা করার পরও যখন অকৃতকার্য হয় তখন শেষমেষ হাল ছেড়ে দেয় মানুষ। কিন্তু টেইলর কোহেন তা করেননি।

আরো পড়ুন: ব্রেকিং: প’দ হারানোর ২৪ ঘন্টার মধ্যেই এই প্রথম মু’খ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

আজ এই আর্টিকেলে টেইলর কোহেনের জীবনের লড়াইয়ের গল্প নিয়ে আলোচনা করব। টেইলর কোহেনের ছোট থেকেই স্বপ্ন ছিল যে গুগলে চাকরি করার। কিন্তু ৩৯ বার তার আবেদন পত্র প্রত্যাখ্যান করে এই কোম্পানি।

৪০ বারের বার সে সফল হয়। চাকরি পায় গুগলে। এতবার প্রত্যাখ্যাত হয়েও তিনি নিরাশ হননি। কোহেন জানিয়েছেন, অধ্যবসায় ও উন্মাদনার মধ্যে একটি সূক্ষ্ম ফাঁক রয়েছে। আমি এখনো খুঁজে বের করার চেষ্টা করছি আমার কোনটি আছে।

৩৯ বার প্রত্যাখ্যান হওয়ার কথাও জানান তিনি। প্রথমবার তিনি ২০১৯ সালের ২৫ আগস্ট গুগলে আবেদন করেন। তাকে এই সংস্থায় চাকরি পাওয়ার জন্য অপেক্ষা করতে হয়েছিল ২০২২ সালের ১৯ জুলাই পর্যন্ত।

গুগলে চাকরি পাওয়ার পর তিনি নিজেই সুখবরটা দিয়েছেন। এর পাশাপাশি তিনি কতবার ব্যর্থ হয়েছেন তার স্ক্রিনশট প্রকাশ করেছেন।