সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ট্রেন শিয়ালদহ পৌঁছানোর আগেই গায়েব মন্ত্রী ও তার কন্যা, গেলেন কো’থা’য় তারা?

একেই হয়তো বলে ভ্যানিশিং মেথড। উদ্দেশ্য ছিল শিয়ালদা স্টেশন, কিন্তু সেখানে পৌছানোর আগেই একেবারে হাওয়া। এখানে কাদের কথা হচ্ছে আশা করি বুঝতে পারছেন, কারণ যারাই কিনা সিবিআই দপ্তরে হাজিরার জন্য যায়, তারাই কিভাবে যেন তার আগেই ভ্যানিশ হয়ে যায় নয়তো উডবার্ণে গিয়ে ভর্তি হয়। এক্ষেত্রে প্রথমটাই হয়েছে।

গতকাল মঙ্গলবার রাতেই জলপাইগুড়ি থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় বাবা ও মেয়ে, কিন্তু আজ সকালে কলকাতায় পৌঁছানোর আগেই ভ্যানিশ বাবা পরেশ চন্দ্র অধিকারী ও মেয়ে অঙ্কিতা অধিকারী।

সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে, নিরাপত্তারক্ষী নিয়ে বাবা ও মেয়ে নাকি ভোরবেলাতেই নেমে পড়ে বর্ধমান স্টেশনে। তবে তাদের জন্য কোনো গাড়ি কিন্তু আসে নি স্টেশন চত্ত্বরে। তাহলে তারা গেল কোথায়।

আরো পড়ুন: একাকীত্ব আর ভা’লো লাগছে না, গার্লফ্রেন্ড দা’ন করার প্ল্যাকার্ড হা’তে রাস্তায় যুবক

কারণ তারা পদাতিক ট্রেনে এইচ ১ কামড়ায় ওঠে।কিন্তু প্রত্যক্ষদর্শীরা জানান রাতের দিকে তাদের দুইজনকেই দেখা যায়, ট্রেনের এটেনডেন্ট শেষ হওয়ার পর রাতে বেডরোল দেওয়ার সময় তাদের শেষবার দেখা যায়।

কিন্তু ভোরের দিকে তাদের আর খুঁজে পাওয়া যায় না। একেবারে হাওয়ায় উড়ে গিয়েছে তারা। এখন তাহলে তারা কোন স্টেশনে নেমে গিয়েছে? এই নিয়ে প্রশ্ন উঠেছে ঠিকই। তবে আন্দাজ করা হচ্ছে হয়তো বর্ধমান স্টেশনে তারা নেমে গিয়েছে।

স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান তিনি জানায়, পরেশ অধিকারীর মেয়ের অঙ্কিতা অধিকারীর প্রাপ্ত নম্বর ছিল ৬৬। তার কোনো রকম পার্সোনালিটি টেস্ট নেওয়া হয়নি, সেইসব ছাড়াই তাকে তালিকাভুক্ত করা হয়েছে।

গতকাল মঙ্গলবার হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, রাত ৮ টার মধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দপ্তরে হাজিরা দেওয়ার কথা । হাইকোর্টের সিঙ্গেল ডিভিশন বেঞ্চের তরফ থেকে বলা হয়েছে, যদি দুর্নীতির সাথে পরেশ অধিকারীর যোগ থাকে তাহলে তাকে মন্ত্রিত্ব পদ থেকে বহিষ্কার করা উচিত।