সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভগবান রাম কোন প’থ ধ’রে বনবাসে গিয়েছিলেন? তৈরি হ’লো ম্যাপ

ভগবান রামচন্দ্র কোন পথ দিয়ে বনবাসে গিয়েছিলেন? এই নিয়ে প্রশ্ন সবার মনেই রয়েছে। এতদিন আমরা যে রামায়ণের কাহিনী পড়ে এসেছি যে রাস্তা দিয়ে অযোধ্যা থেকে বনবাসে যাওয়ার পথ, সবার কম বেশি জানা থাকলেও এবার সেটাকে একেবারে স্পষ্ট ভাবে সামনে নিয়ে আসল MapmyIndia Mappls। এই সংস্থার তরফ থেকে এক অভিনব উদ্যোগ, একগুচ্ছ মানচিত্র তৈরি করেছে এই সংস্থা সাথে , এমনকি মোবাইলেও যে নিখুঁতভাবে এই মানচিত্র দেখা যাবে সেটার কথা উল্লেখ করেছে সংস্হা।

মোটকথা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে রামায়ণের যুগের এমন ম্যাপ তৈরী করেছে তারাই প্রথম , যেটা তারা হলফ করে বলছে। তাছাড়া আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ভারতের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে ও সর্বসম্মুখে তুলে ধরতে এই প্রয়াস নিয়েছে তারা। এই ম্যাপের মাধ্যমে কেবলমাত্র কিন্তু রামায়ণের কাহিনী ও পথ শুধু নয় সাথে জানা যাবে সেই যুগের সভ্যতা সংস্কৃতি সম্পর্কেও।

এই ম্যাপ নিয়ে সংস্থার চেয়ারম্যান রাকেশ ভার্মা জানিয়েছেন, এই উদ্যোগ শিল্প ও প্রযুক্তির মেলবন্ধন ঘটিয়েছে। কেবলমাত্র ম্যাপের মাধ্যমেই সেই পুরান যুগের সমস্ত তথ্য তুলে ধরতে চেয়েছে তারা। দেশের বিভিন্ন প্রান্তে ভগবান রামচন্দ্রের যে ভক্তরা রয়েছে তাদের কথা মাথায় রেখেই এই উদ্যোগ তাদের।

আরো পড়ুন: ৬ সন্তানের বাবা হলেও বৃদ্ধ ব’য়’সে কেউ কাছে নেই! একাই রয়েছেন ধর্মেন্দ্র, জানালেন ম’নে’র ক’থা

তবে খুব সহজভাবে এই ম্যাপ তৈরি হয়নি, এর জন্য দারুন গবেষণা করতে হয়েছে তাদের। রামচন্দ্রের জীবন ও তার মাহাত্ম্য সম্পর্কেও জ্ঞান দেবে এই মানচিত্র। এই ম্যাপের মাধ্যমে প্রাচীন ভারতের সমস্ত ধরনের রুপরেখার ইঙ্গিত পাবে সকলেই।

আসলে সংস্থা আরও দাবি করেছে যে, এই ম্যাপের মাধ্যমে দেশের মানুষ সহজেই রামায়ণের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি কোথায় কোথায় ঘটেছিল সেই সম্পর্কে ধারণা পাবে। সেই সময়কার রামায়ণের বিশেষ স্থানগুলো এখন পরিবর্তন হয়ে কি নামে নামাঙ্কিত হয়েছে সেটা জানতে পারবে মানুষ জন। এটা খুবই তাৎপর্যপূর্ণ।