সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আরো বে’শি করে ট্রেনের টিকিট কা’টা যাবে, যাত্রীদের ব’ড়ো খবর দি’লো ভারতীয় রেল

ভারতীয় রেল এবার ট্রেনে টিকিট বুকিংয়ের ক্ষেত্রে যাত্রীদের বড়সড় সুখবর দিল। তবে, সেই সুবিধা পাবেন যাঁরা অনলাইনে আইআরসিটিসির মাধ্যমে টিকিট বুকিং করে থাকেন।

রেল জানিয়েছে, মাসে আইআরসিটিসির কোনও ইউজার আইডি থেকে সর্বাধিক ছ’টি টিকিট কাটা যেত। এবার এখন তা বাড়িয়ে ১২ করা হচ্ছে।

এর ফলে আইআরসিটিসির মাধ্যমে এক মাসে সর্বোচ্চ কত সংখ্যক টিকিট কাটা যাবে, তা দ্বিগুণ হল। এই নিয়ম প্রয়োজ্য হবে যে ইউজার আইডির সঙ্গে আধার কার্ডের সংযোগ নেই সেক্ষেত্রেই।

আরো পড়ুন: শ’রী’র জ্ব’ল’ছে রীতিমতো, কবে থে’কে শুরু হ’বে বৃষ্টিপাত?

এমনকি IRCTC-এর যে ইউজার আইডির সঙ্গে আধার কার্ডের সংযোগ আছে, সেগুলির ক্ষেত্রেও এক মাসে টিকিট বুকিংয়ের সর্বোচ্চসীমা বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে। আগে মাসে ১২ টি টিকিট কাটা যেত। এখন সেটা বেড়ে করা হল ২৪।