সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এইসব উপসর্গ গুলোকে তু’ড়ি মে’রে উ’ড়ি’য়ে দিয়েছেন? এবার এগুলোই ক’রো’না’র ল’ক্ষ’ণ

রাজ্যজুড়ে করোনার সংক্রমণ লাফিয়ে বাড়ছে। ওমিক্রন নিয়ে সাধারণের মনে উদ্বেগ বাড়ছে। বর্তমানে চিকিৎসকরা অবশ্য কিছুটা আশার আলো দেখাচ্ছেন। তবে তা সত্ত্বেও আশঙ্কায় ভুগছেন সাধারণ মানুষ। বিশেষত করোনার এই নতুন ভেরিয়েন্টের উপসর্গ নিয়ে দোলাচলে রয়েছেন তারা। এক নজরে জেনে নিন করোনার উপসর্গগুলি।

সাধারণ সর্দি-কাশি, মাথাব্যথা, গলাব্যথা, নাক দিয়ে জল পড়া, ক্লান্তি বোধ করা, ঘন ঘন হাঁচি হওয়া, হালকা জ্বর, সর্দির মত উপসর্গে ভুগলে অবিলম্বে পরীক্ষা করাতে হবে। জ্বর এবং কাশি তার সঙ্গে গন্ধ নেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলার লক্ষণগুলি এখন অনেকেরই হচ্ছে না।

করোনার দ্বিতীয় ঢেউয়ের সময়ে যে লক্ষণ গুলি প্রকট ছিল তার মধ্যে বেশিরভাগই এখন আর নেই। তার বদলে জায়গা নিয়েছে নতুন উপসর্গ। তবে বিশেষজ্ঞরা অবশ্য বর্তমানে কিছুটা হলেও আশার আলো দেখছেন। খোদ বিশ্ব স্বাস্থ্য সংস্থা অবশ্য ওমিক্রনকে ভেরিয়েন্ট অফ কনসার্ন বলে আখ্যা দিচ্ছে।

মহারাষ্ট্র, রাজস্থানে ইতিমধ্যেই দুজন ওমিক্রন আক্রান্তের মৃত্যু হয়েছে। সতর্ক না থাকলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞদের একাংশ।