সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

প্রা’য় ২ হাজারের বে’শি পুরনো শহরের খোঁ’জ পাওয়া গে’লো ঘন জঙ্গলের ম’ধ্যে

মধ্য আমেরিকার সবচেয়ে জনবহুল রাষ্ট্র হল গুয়াতেমালা। তবে শুধু জনবহুল বললে ভুল হবে অত্যন্ত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই রাষ্ট্র। এখানে রয়েছে বিরাট বিস্তৃত চিরহরিৎ অরণ্য। সেই অরণ্যে খোঁজ পাওয়া গেল অতি প্রাচীন এক নগরের। বয়স ২০০০ বছর। সম্প্রতি প্রত্নতাত্ত্বিকরা লিডার প্রযুক্তির সাহায্যে এই প্রাচীন নগরের সন্ধান পেয়েছেন আকাশ থেকে।

লাইট ডিটেকশন এন্ড রেঞ্জিং নামক নতুন এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে মধ্য আমেরিকায় এই প্রাচীন সভ্যতার আবিষ্কার করা হয়েছে। ফ্রান্স এবং মেক্সিকো বিশ্ববিদ্যালয়ের কয়েকজন গবেষক সফলভাবে এই পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছেন। মেক্সিকোর সীমান্ত মিরা দর কালাক মূল উপত্যকায় চিরহরিৎ অরণ্যে ১৭০০ বর্গ কিলোমিটার দূরে অবস্থান ছিল এই নগরের।

গণনা করে প্রত্নতাত্ত্বিকরা জানিয়েছেন প্রাচীন মায়া সভ্যতার অন্তর্ভুক্ত ছিল এই নগরী। তখন প্রায় কয়েক হাজার জনবসতি গড়ে উঠেছিল এই নগরকে কেন্দ্র করে। একটি উঁচু এবং বাঁধানো রাস্তার সন্ধান পাওয়া গিয়েছে যার দৈর্ঘ্য ১৬০ কিলোমিটার। নগরের অধিবাসীদের যাতায়াতের জন্য রাস্তাগুলি সুউচ্চ করা হয়েছিল।

আরো খবর: হিন্দু ম্যা’রে’জ অ্যাক্টে অন্তঃধ’র্মে বি’য়ে হলে তা কার্যকর হ’বে না: সুপ্রিম কোর্ট

একটি রাস্তার সঙ্গে অন্য আরেকটির সংযোগ ছিল। জল সংরক্ষণের সুব্যবস্থা ছিল পাওয়া গিয়েছে বেশকিছু নলকুপ। এমনকি এই নগরের চারপাশে বহু খাল কেটে রাখা হয়েছিল। নিজেদের প্রয়োজনের জন্য শুষ্ক আবহাওয়া সেখানে জল ধরে রাখতেন নাগরিকরা। পিরামিডের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়।

উঁচু জায়গায় মন্দিরের নিদর্শন পাওয়া গিয়েছে। রাজনীতি নিয়ে এখানকার অধিবাসীদের আগ্রহ ছিল তাই উঁচু পিলারের মতো একটি মঞ্চের সন্ধান পাওয়া গিয়েছে। সভা সমিতি এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সংগঠিত হতো এই উঁচু মঞ্চের উপরেই বলে ধারণা প্রত্নতাত্ত্বিকদের।

নগরীর অধিবাসীরা খেলার জন্য একটি বড় প্রাঙ্গণ ব্যবহার করতেন তেমন ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে এই শহরে।লিডার প্রযুক্তির মাধ্যমে অনেক সূক্ষ্মতিসূক্ষ্ণ আবিষ্কার ধরা পড়েছে গবেষকদের চোখে।

বিশেষ লেজার রশ্মি ব্যবহার করে অরণ্যের গভীর আস্তরণ ভেদ করে সভ্যতার নিদর্শন পাওয়া গিয়েছে। ঘরবাড়ি এমনকি রাস্তাঘাটে বাক দেখা গিয়েছে। প্রাচীনকালে সভ্যতার যে বিন্যাস তাও ধরা পড়েছে এই নগরের মাধ্যমে।