সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কেন্দ্রের শিক্ষানীতি চা’লু হলো আমাদের রাজ্যের এই বিশ্ববিদ্যালয়ে, এবার স্নাতক ৪ বছরে

কেন্দ্রীয় সরকারের নীল নকশা জাতীয় শিক্ষা নীতির বিরুদ্ধে আগেই গলা তুলেছে বিভিন্ন রাজনৈতিক দল। একইসঙ্গে প্রতিবাদ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। জাতীয় শিক্ষানীতি আখ্যা দিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এর বিরুদ্ধে পর্যালোচনার জন্য এক বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছিল।

এবার কলকাতার সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় জানিয়ে দিল এই শিক্ষাবর্ষ থেকেই তারা জাতীয় শিক্ষানীতি মেনে পাঠ্যক্রম শুরু করবে। এবার থেকে চার বছরের স্নাতক। আবার চার বছর স্নাতক হয়ে এক বছরের এম এ কোর্স চালু থাকবে।

কেউ যদি চায় তবে সাম্মানিক অর্থাৎ অনার্স নিয়ে স্নাতক হয়ে সরাসরি পিএইচডি করতে পারবেন। নিজেদের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিবরণ দিয়েছে তারা। প্রসঙ্গত রাজ্যে এসে অমিত শাহ দাবি করেন রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শে নাকি জাতীয় শিক্ষানীতি চালু করা হয়েছে।

রাজ্যকে ধীরে ধীরে জাতীয় শিক্ষানীতী মেনে নিতে হবে এমনটাই ভবিষ্যৎবাণী করেছিল বিভিন্ন শিক্ষক মহল। তিন বছরের পরিবর্তে জাতীয় শিক্ষানীতির অনুযায়ী চার বছরের পাঠ্যক্রম সম্পূর্ণ পরিপন্থী বলে দাবি করেন ব্রাত্য বসু!

এই নিয়ে বিভ্রান্তি তৈরি হবে বলেও তিনি জানিয়েছিলেন! তার মধ্যেই এবার কার্যত উল্টো পথে হেঁটে কলকাতার নামজাদা স্বয়ং শাসিত বিশ্ববিদ্যালয় নিয়েছে এই সিদ্ধান্ত।

প্রসঙ্গত মার্চের শেষ সপ্তাহে এক কমিটি গঠন করে রাজ্য সেখানে ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয় বাঁকুড়া বিশ্ববিদ্যালয় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় এবং রাজ্যের উচ্চশিক্ষা কাউন্সিলর ভাইস চেয়ারম্যান সহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা।

জাতীয় শিক্ষানীতির বিভিন্ন অংশ মেনে নেওয়া যায় না এমনটাই মত দিয়েছিল সেই বিশেষজ্ঞ মহল। এতে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ছেলে মেয়েরা পিছিয়ে পড়বে বলেও মত প্রকাশ করেছিল তারা।