সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

হিন্দু ম্যা’রে’জ অ্যাক্টে অন্তঃধ’র্মে বি’য়ে হলে তা কার্যকর হ’বে না: সুপ্রিম কোর্ট

হিন্দু ম্যারেজ অনুযায়ী যদি অন্ত:ধর্মে বিয়ে হয়ে থাকে তবে তা সম্পূর্ণ অবৈধ বলে ঘোষণা করে দিল সুপ্রিমকোর্ট। বিবাহ নিয়ে ঐতিহাসিক রায় দেশের সর্বোচ্চ আদালতের। সম্প্রতি সুপ্রিম কোর্টে এক আবেদনকারী একটি মামলা দায়ের করেছিলেন তিনি জানান ধর্মীয়ভাবে তিনি একজন খ্রিস্টান। যদি অন্ত: ধর্মের বিয়ে হিন্দু ম্যারেজ অ্যাক্টে হয়ে থাকে তবে কি তা গ্রাহ্য করা হবে!

আদালত স্পষ্ট জানিয়ে দেন কখনোই নয়। কেবলমাত্র একজন হিন্দু ধর্মীয় আইন অনুযায়ী বিবাহ করতে পারেন ভিন ধর্মের কারোর বিয়ে হলে সেক্ষেত্রে তা বাতিল বলে গণ্য করা হবে। প্রসঙ্গত ২০১৭ সালে তেলেঙ্গানা হাইকোর্টের একটি আদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়।

সেই মামলার শুনানিতে বিচারপতি টিবি নাগারত্নম এবং কে এম জোসেফ এর বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয় এই ধরনের বিয়ের বৈধ নয়। এবার সেই রায় ছাড়পত্র দিল সুপ্রিম কোর্ট, এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১৮ ফেব্রুয়ারি। অন্ত:ধর্ম বিয়ের ক্ষেত্রে ভারতীয় আইনের ৪৯৪ ধারা মতে নিষিদ্ধ করা হয়।

আরো খবর: হঠাৎ করেই পারদ নিম্নমুখী, রয়েছে বৃষ্টির পূর্বাভাস, জানুন কেমন থাকবে আবহাওয়া

২০১৭ সালে এই মামলা চলে যায় তেলেঙ্গানা হাইকোর্টে। অভিযোগকারী দাবি করেছিলেন হিন্দু বিবাহ আইনের অধীনে হিন্দু রীতি অনুযায়ী ২০০৮ সালে ফেব্রুয়ারিতেই তার বিয়ে সম্পন্ন হয়। যদিও মামলার আবেদনকারীর দাবি তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে! তাদের বিবাহ বৈধ নয়।

আবেদনকারীর আরো অভিযোগ সম্পূর্ণ সাজানো মামলা এই সমস্ত অভিযোগের মাঝে কোনো তথ্য প্রমাণ নেই আবেদন পত্রে বলেও দাবি করেন তিনি। যে আবেদনকারী তার মামলা করেছেন তিনি খ্রিস্টান।

তিনি ধর্ম পরিবর্তন করেননি তাই হিন্দু ধর্মে রূপান্তরিত হননি। কিভাবে তার বিয়ে হিন্দু ম্যারেজ আওতায় হচ্ছে সেই প্রশ্ন নিয়েই সওয়াল করেন তিনি।