সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আরো বে’শি কড়াকড়ি, এটি ছাড়া ট্রেনে স’ফ’র করলেই জরিমানা ৫০০ টা’কা

ট্রেনে এখনই কমছে না কড়াকড়ি। কোভিডের বিধিনিষেধ আগামী ছয় মাস রেলযাত্রীদের জন্য বহাল থাকবে। ট্রেনের যাত্রীদের মাস্ক না পরলেই ৫০০ টাকা জরিমানা করা হবে। রেলওয়ে বোর্ড বৃহস্পতিবার এমনটাই জানিয়েছে। করোনা মহামারী পর্বে রেলযাত্রীদের জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি করেছিল কর্তৃপক্ষ। সংক্রমণের বর্তমান অবস্থার কথা মাথায় রেখে আগামী ছয় মাস সেই নির্দেশিকাগুলির কোনও বদল হচ্ছে না বলেই এদিনের বিবৃতিতে জানানো হয়েছে।

সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত রেলওয়ে বোর্ডের জারি করা পূর্ব নির্দেশিকা অনুযায়ী যাত্রীদের থেকে মাস্ক না পরার জরিমানা করার নির্দেশিকার সময়সীমা শেষ হওয়ার কথা ছিল। কিন্তু, যাত্রীদের মধ্যে এখনও গা ছাড়া ভাব লক্ষ্য করায় সেই নির্দেশিকা আগামী ছয় মাসের জন্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। গত ১৭ এপ্রিল ইস্যু হওয়া একটি অর্ডারে উল্লেখ করা হয়েছিল, কেবলমাত্র ট্রেনের ভেতরেই নয়, প্ল্যাটফর্ম এবং স্টেশন চত্বরেও যাতে সকলের মুখে মাস্ক থাকে। কিন্তু, বহু ক্ষেত্রে মাস্ক ছাড়া একাধিক ব্যক্তিকে ঘুরে বেরাতে দেখা গিয়েছে। এর ফলে আরও কড়া সিদ্ধান্ত নিয়েছে রেল।

এমনকি মাস্কহীনদের থেকে ৫০০ টাকা স্পট ফাইন করা হবে বলে স্পষ্ট জানানো হয়েছে। দুর্গাপুজো, কালীপুজো ও ছট উপলক্ষ্যে একাধিক নয়া ট্রেন চালানো হচ্ছে। যাত্রী সুবিধার কথা মাথায় রেখে উৎসবের মরশুমে বিশেষ ট্রেনের ঘোষণা করেছে রেল। উৎসবের মরশুমে ৮০টি অর্থাৎ ৪০টি স্পেশ্যাল ট্রেন চালাবে রেল।

তবে, করোনার জেরে নানা বিধিনিষেধ থাকায় এই মুহূর্তে অল্প সংখ্যক ট্রেন চলাচল করছে। কেবলমাত্র কনফার্ম টিকিট থাকলে তবেই ট্রেনে উঠতে পারবেন যাত্রীরা। ট্রেন কম থাকায় চলতি বছরে অনেক বেশি সমস্যায় পড়ছেন যাত্রীরা। অনেকেই বাড়ি ফিরতে চাইলেও কনফার্ম টিকিট পাননি।