সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পুতিনকে ধো’কা! টাকা বাঁ’চা’তে সেনার গাড়িতে চীনের কমদামি টায়ার লাগানোই কা’ল হ’লো রাশিয়ার

সস্তা জিনিস কিনলেই যে ঠকতে হয় সেটা আমরা সব সময় বলতে পারব না ঠিকই। কিন্তু যে আসলে ঠকতে চায় তাঁর কাছে সস্তা হোক কিংবা দামি, সে তো ঠকবেই। কিন্তু রাশিয়ার ক্ষেত্রে একটু অন্যরকম ব্যাপার।

সস্তা চিনা টায়ার নিজেদের গাড়িতে ব্যবহার করেছে, এতে অনেকটাই লাভবান হতে চেয়েছে কিন্তু আসলে তারা নিজেদের জন্যই কুয়ো খুঁড়েছে। সম্প্রতি রাশিয়ার আধিকারিকদের এমন বোকামি সামনে এসেছে যা নিয়ে অভিযোগ উঠেছে তাঁদের ওপর।

অনেক এমন রাশিয়ার যুধ গাড়ি, ট্যাঙ্ক রয়েছে যেগুলো কিনা ইউক্রেনের রাস্তায় আটকে পড়েছে। চিন থেকে নিয়ে আসা টায়ার ব্যবহার করেই এমন হাল হয়েছে তাঁদের। পশ্চিমী দেশের টায়ার ব্যবহার করেই এমনটা হয়েছে, যেগুলো টায়ার কাদায় আটকে গেলে আর সেখান থেকে সড়ানো সম্ভব হয় না।

আরো পড়ুন: আসছে পৃথ্বীরাজ চৌহান, ইতিহাসকে জা’না’র জন্য তরুণ প্রজন্মকে ফিল্মটি দে’খ’তে বললেন অক্ষয় কুমার

তাঁর সাথে আর্দ্র আবহাওয়া তো রয়েছেই। অন্যদের কথা যদি বলা যায় তাহলে দেখা যাবে নেটো-র সদস্য দেশগুলি নিজেদের সামরিক যানে মিশেলিন এক্সজেডএল টায়ার ব্যবহার করে, কিন্তু পশ্চিমী দেশের এই নকল টায়ার ব্যবহার করার অভিযোগ উঠেছে সম্প্রতি।

গোয়েন্দা সূত্র মারফত জানা গেছে আসলে রাশিয়ার সামরিক বাহিনীর কর্তারাই দুর্নীতিগ্রস্থ। যার কারণে নিজেদের দেশের ক্ষতি তারা নিজেরাই টেনে আনছে। রাশিয়ার প্রতিরক্ষা খাতে বরাদ্দ করা হয়েছে ৫ লক্ষ ৭৪ হাজার ২৭৫ কোটি টাকা।

কিন্তু সেই হিসেবে এই নিন্ম মানের কাজ যা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে দুর্নীতির। বোঝাই যাচ্ছে এই টাকার অনেকটাই কর্তাদের মধ্যে ভাগ বাটোয়ারা করা হয়ে গেছে। সেই কারণে কম দামী টায়ার ব্যবহার করে সাঁজোয়া গাড়িতে ব্যবহার করা হয়েছে।

এই সব টায়ার কিছুদিন চললেই অকেজো হয়ে পরে, সরাসরি সূর্যের আলোতে রেখে দিলে অকেজো হয়ে পরে টায়ার। এখনও পর্যন্ত কিয়াভের সৈন্যরা ২২ হাজার ৪০০ রুশ সেনাকে হত্যা করেছে, যার মধ্যে টায়ারের কারণে আটকে পরা সৈন্যরাই বেশী।