সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ফেসবুকে “হা হা” রিঅ্যাকশন ইসলাম বি’রো’ধী! ক্ষু’দ্ধ বাংলাদেশি মৌলবী

ফেসবুকে কোনো পোস্ট দেখে হাহা (হাসি) রিয়াক্ট দেওয়া হারাম! সম্প্রতি এরকমই নিদান দিলেন বাংলাদেশের একজন মৌলবী। তার মতে ইসলাম ধর্মের পরিপন্থী ফেসবুকের এই অপশনটি। কারণ কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তিকে মজা করার উদ্দেশ্যে তার কথায় বা মিম দেখে হাহা রিঅ্যাক্ট দেন তাহলে ইসলাম সেই কাজের অনুমতি দেয় না। তবে শুধু হাসি মজার উদ্দেশ্যে যদি কেউ এই রিয়েক্ট দেন তাহলে তাতে আপত্তি কিছুই নেই।

ফেসবুকে নেটিজেনের মজার উদ্দেশ্যে অনেকেই মিম শেয়ার করে থাকেন। যা দেখে অনেকেই মজা পান এবং হাহা রিঅ্যাক্ট দেয় এবং তার সঙ্গে মজার মজার কমেন্ট করেন। এতেই আপত্তি বাংলাদেশের ওই মৌলবীর। বাংলাদেশের মৌলবী আহমেদুল্লাহর দাবি, কোনো মানুষকে মজা করতে বা তাকে বিদ্রুপ করার জন্য কখনো হাহা রিঅ্যাক্ট দেওয়া উচিত নয়। এই কাজ ইসলামবিরোধী। ইসলাম ধর্মের অবমাননা করা হয় হা হা রিয়েক্ট দিয়ে!

প্রসঙ্গত বাংলাদেশের এই মৌলবী কিন্তু অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তি। ফেসবুক এবং ইউটিউবে তার ফলোয়ার্সের সংখ্যা প্রচুর। তবে মৌলবীর মুখে এই নিদান শুনে অবশ্য তার অনুরাগীরাও হাসি থামাতে পারেননি। ওই ভিডিওর নিচেই হাসির বন্যা বয়ে গিয়েছে। নেটিজেনদের মধ্যে অনেকেই ওই পোস্টে হাহা রিঅ্যাক্ট দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় দ্রুতগতিতে ভাইরাল হচ্ছে এই ভিডিও।