সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দম্পতিদের বি’রা’ট সুযোগ দি’চ্ছে মোদি সরকার! ২০০ টা’কা মাসিক বিনিয়োগে পাবেন ৭২ হাজার টা’কা

বিবাহিত দম্পতিদের জন্য বড় সুযোগ নিয়ে এলো কেন্দ্রীয় সরকার। ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্য যারা বিনিয়োগের উপযুক্ত মাধ্যম খুঁজছেন তাদের জন্য প্রধানমন্ত্রী শ্রম যোগী মন ধন প্রকল্প চালু করা হয়েছে। যেখানে মাসিক ২০০ টাকা বিনিয়োগ করে বছরে ৭২ হাজার টাকা পেনশন পাওয়া যায়।

গৃহভিত্তিক শ্রমিক, রাস্তার বিক্রেতা, মিড ডে মিল কর্মী, হেডলোডার, ইটভাটা শ্রমিক, মুচি, গৃহকর্মী ধোপা, রিকশাচালক, ভূমিহীন শ্রমিক, কৃষি শ্রমিক, নির্মাণ শ্রমিক, বিড়ি শ্রমিক তাঁত শ্রমিক, অডিও ভিসুয়াল শ্রমিক, প্রকল্প চালু করা হয়েছে।

মাসে যারা ১৫০০০ টাকা বা তার কম উপার্জন করছেন তারা এই সরকারি প্রকল্পের সুবিধা পাবেন। এই প্রকল্পে বিনিয়োগ করতে হলে বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে।

আরো পড়ুন: UFO ক্র্যাশ নিয়ে চমকপ্রদ ত’থ্য উঠে এলো, তবে কি বি’প’দ আ’স’ন্ন?

৬০ বছর বয়সের পর থেকে ন্যূনতম মাসিক ৩০০০ টাকা পেনশনের সুযোগ সুবিধা পাওয়া যাবে। পেনশন পেতে পেতে গ্রাহককে যদি মৃত্যু হয় তাহলে তার পরিবারের যোগ্য সদস্যরা প্রতি মাসে পেনশনের অংকের অর্ধেক টাকা পাবেন। এই প্রকল্পের জন্য নিকটবর্তী সিএসসিতে গিয়ে নাম নথিভুক্ত করতে হবে।

যদি কোন ব্যক্তি ৩০ বছর বয়সের পর থেকে মাসে 100 টাকা হারে বিনিয়োগ করেন এবং তার স্ত্রী মাসে 100 টাকা বিনিয়োগ করেন তাহলে তারা 60 বছর বয়সে পর থেকে বার্ষিক ছত্রিশ হাজার টাকা করে পেনশনের হিসেবে বছরে 72 হাজার টাকা করে পাবেন।