সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভিডিও পো’স্ট ক’রে উত্তর প্রদেশ ও বাংলার ভোটের পা’র্থ’ক্য বোঝালেন অমিত মালব্য

গতকাল রবিবার বঙ্গ পুরসভার ভোটে রাজ্য রাজনীতি একেবারে উত্তাল। ঠিক একই দিনে পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশে ভোট হচ্ছে, কিন্তু দুই দিকে দুই চিত্র। উত্তরপ্রদেশের অবশ্য বিধানসভা নির্বাচন। সেই দুই রাজ্যের ভোটের ছবির পার্থক্য সেটা তুলে ধরেছে বিজেপির আইটি সেল এর প্রধান অমিত মালব্য।

চিনি টুইট করে দুই রাজ্যের ভোটের ছবি পোস্ট করে লিখেছেন, এখানে দুই রাজ্যের ভোট হচ্ছে। কিন্তু দুই রাজ্যে ভোটের চিত্র একেবারেই আলাদা। উত্তরপ্রদেশে ভোট হচ্ছে, বাংলাতেও ভোট হচ্ছে।বাংলাতে হচ্ছে পুর নির্বাচন। কিন্তু বাংলা জুড়ে চলছে অপ্রত্যাশিত সন্ত্রাস।

বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি কৃষ্ণা ভট্টাচার্য, যিনি কোন্নোগড়ের ১০ নম্বর ওয়ার্ডের প্রার্থী হয়েছিল , তার ওপরে হামলা করেছে তৃণমূল। ভিডিওতে দেখা যাচ্ছে তার রক্তাক্ত পায়ের ছবি, পা ভেঙে দেওয়া হয়েছে , হাতটাও হয়তো ভেঙে দেওয়া হয়েছে। টুইট করে জানিয়েছেন অমিত মালব্য।

এই নিয়ে বিজেপির তরফ থেকে বলা হয়েছে, ষাটের ওপর বয়স মহিলার তার ওপর এমন অকথ্য অত্যাচার শাসকদলের যা মানুষের চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিচ্ছে, বঙ্গ রাজনীতির বর্তমান পরিস্থিতি সম্পর্কে।

একজন মায়ের বয়সী আমাদের প্রাক্তন রাজ্য ভিপি তাকে এভাবে কেউ পেটাতে পারে, তার উপর এমন অত্যাচার করতে পারে তাই সত্যি ভাবাই যায় না। অমিত মালব্য দুই রাজ্যের ভোটের পার্থক্য টানেলেন টুইট করে, আর সেই পার্থক্য এবার তিনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন। সত্যি পার্থক্যটা কেবলমাত্র রক্তপাতের।