সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কাশী বিশ্বনাথ মন্দিরের পুরোহিত-সেবায়তদের পাটের জু’তো পা’ঠা’লে’ন প্রধানমন্ত্রী

চামড়া ও রাবারের জুতো পরা নিষিদ্ধ কাশী বিশ্বনাথ ধামে। তাই সেবায়েত ও কর্মীরা মন্দির চত্বরে খালি পায়েই চলাফেরা করেন। এবার তাঁদের জন্য অভিনব উপহার পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন কাশী বিশ্বনাথ মন্দিরের কর্মীদের জন্য ১০০ জোড়া পাটের জুতো পাঠিয়েছেন। গত মাসেই কাশী বিশ্বনাথ করিডরের উদ্বোধন করতে দু’দিনের সফরে বারাণসী গিয়েছিলেন মোদি। পুজো দিয়ে করিডর ফেস-ওয়ানের উদ্বোধন করেন তিনি। সময় কাটিয়েছিলেন মন্দিরের কর্মীদের সঙ্গেও।

সেই সময়ই তিনি লক্ষ করেছিলেন প্রবল ঠান্ডার মধ্যে মন্দিরের কর্মীরা খালি পায়ে চলাফেরা করেন। কারণ, মন্দির প্রাঙ্গণে চামড়া ও রাবারের জুতো পরে চলাফেরা করা নিষিদ্ধ। মন্দিরের পুরোহিত থেকে শুরু করে নিরাপত্তারক্ষী সকলের জন্যই এই নিয়ম প্রযোজ্য।

প্রধানমন্ত্রী তারপরেই জুতো উপহারের সিদ্ধান্ত নেন। সোমবার মন্দিরে পৌঁছে যায় মোদির বিশেষ উপহার। রংবেরঙের কারুকার্য করা জুতো পেয়ে আপ্লুত কাশী বিশ্বনাথ ধামের কর্মীরা। এবার তাঁদের ঠান্ডার মাঝে আর খালি পায়ে কাজ করতে হবে না।