সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কি অবস্থা! নিজেই নিজের বাইক চু’রি করে পুলিশের কাছে অ’ভি’যো’গ দা’য়ে’র যুবকের, এরপর যা হলো…

তথ্য ও ছবি: সংবাদ প্রতিদিন

সকালে উত্তর ২৪ পরগনার গোপালনগর থানায় আজব চুরি। গোপালনগরের পুলিশ আধিকারিকরা কার্তিক মণ্ডলের কাণ্ডকারখানা জেনে এমনই বলছেন।

পুলিশের দাবি, কার্তিক মণ্ডল নিজের বাইক নিজেই চুরি করেছিলেন। তার পর আবার সেই মর্মে অভিযোগ জানিয়েছিলেন থানায়। কেন গোটা কাণ্ডটি ঘটালেন, সেটা অবশ্য স্পষ্ট নয়।

তবে এমন আজব ঘটনায় হইচই পড়ে গিয়েছে নতিডাঙা এলাকায়। এদিন নতিডাঙার বাসিন্দা বিমল মণ্ডল উত্তর ২৪ পরগনার গোপালনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

আরো পড়ুন: এবার বি’য়ে’র পিঁড়িতে ব’স’তে চলেছেন বিদ্যুৎ জামওয়াল, চিনে নিন পাত্রীকে

তার বক্তব্য ছিল, শুক্রবার সন্ধ্যায় গোপালনগরের কাছারি বাজার এলাকা থেকে তাঁর মোটরবাইক চুরি গিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, বাইকটি গত কাল সন্ধেয় কাছারি বাজারে নিয়ে এসেছিলেন বিমলের ছেলে কার্তিক।

তিনিই বাড়ি ফিরে চুরির কথা বাবাকে জানান বলে খবর। এদিকে কাগজকলমে মোটরবাইকের মালিক বিমল মণ্ডল। তাই তিনি-ই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

পুলিশের দাবি, তাঁরা কার্তিককে আটক করে জিজ্ঞাসাবাদ করলে জানতে পারেন তিনি-ই বাইকটি উদ্ধার করেছেন। চুরি যাওয়া দু’চাকার যানটি উদ্ধার করেছেন পুলিশ আধিকারিকরা। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত কার্তিক মণ্ডলকে। পরে বনগা মহকুমা আদালতেও পাঠানো হয় তাঁকে।