সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সেলুন-স্পা-বিউটিপার্লার সব বন্ধ আগামী ১৫ তারিখ প’র্য’ন্ত, এরপর কি ফে’র খু’ল’বে?

করোনা সংক্রমণ যেভাবে লাফিয়ে বাড়ছে তাতে উদ্বেগ বাড়ছে পাল্লা দিয়ে। এই পরিস্থিতির মোকাবিলা করতে সোমবার থেকে কড়া বিধি নিষেধ জারি হয়েছে রাজ্যে। 15 ই জানুয়ারি পর্যন্ত এই বিধিনিষেধ মেনে চলতে হবে রাজ্যবাসীকে। নবান্ন নির্দেশে দুই সপ্তাহ বন্ধ থাকছে রাজ্যের সমস্ত সেলুন, স্পা এবং বিউটি পার্লার। অর্থাৎ সেলুন এবং বিউটি পার্লারও গত রবিবার শেষ খোলা ছিল।

এর আগে দেশজুড়ে লকডাউনের সময় দীর্ঘদিন সেলুন এবং পার্লার বন্ধ ছিল। করোনা পরিস্থিতির পর আনলক পর্বে রাজ্য সরকারের নির্দেশে সবকিছু যখন স্বাভাবিক হচ্ছিল তখন সেলুন খোলা হয়। রাজ্য সরকারের নির্দেশে বর্তমানে ফের সেলুন এবং পার্লার বন্ধ করে দেওয়া হলো।

আপাতত দুই সপ্তাহ এই নিয়ম মেনে চলতে হচ্ছে। দুই সপ্তাহ পর রাজ্যের করোনা পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার। পরিস্থিতি পর্যালোচনা করে নবান্নের তরফ থেকে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তার আগে আপাতত এই কড়া বিধিনিষেধ মেনে চলতে হচ্ছে।

নবান্নের নির্দেশে নির্ধারিত দিনগুলিতে বন্ধ থাকবে রাজ্যের সমস্ত স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়। বন্ধ থাকবে চিড়িয়াখানা সহ পর্যটনস্থল, বিনোদন পার্ক, সুমিংপুল, জিম ইত্যাদি। তবে বার এবং রেস্তোরাঁ রাত 10 টা পর্যন্ত খোলা থাকবে। রাত 10টা থেকে সকাল পাঁচটা পর্যন্ত নাইট কারফিউ জারি করা থাকছে।