সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিশ্বের একমাত্র বিদেশি ক্রিকেটার যা’র ভারতে আ’স’তে ভিসার দরকার প’ড়ে না, চিনে নিন তাকে

একদেশ থেকে অন্য দেশে যেতে হলেই প্রয়োজন হয় ভিসার। সকলের জন্যই ভিসা বাধ্যতামূলক। এমনকি বাইরের কোনো দেশের লোক যখন এই দেশে আসেন তখনও তাকে ভিসা নিতে হয়।

আর সারাবছর ধরে ক্রিকেটাররা খেলার কারণে একদেশ থেকে অন্য দেশে যান, তাই তাদের কাছে ভিসা খুবই গুরুত্বপূর্ণ। তবে আজকের প্রতিবেদনে আপনাদের এমন এক বিখ্যাত ক্রিকেটারের কথা বলব যার এদেশে আসতে ভিসা লাগে না। তিনি হলেন শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার মুত্তিয়া মুরালিধরন। তিনি ভিসা ছাড়াই প্রত্যেকবার ভারতে আসেন।

কারণ কি বলুনতো! এর কারণ হল ভারত সরকার তাকে ওসিআই অর্থাৎ বিদেশী নাগরিকত্বের অধিকার দিয়েছে, যার কারণে তিনি ভিসা ছাড়াই এদেশে আসা যাওয়া করেন। পাশাপাশি তিনি এদেশের চেন্নাই-এর বাসিন্দা এক বিখ্যাত চিকিৎসকের মেয়ে মধিমালার সঙ্গে বিবাহ করেন। তাঁর কথায়, ভারত হল তাঁর দ্বিতীয় বাড়ি।

আরো পড়ুন: নাগ পঞ্চমীতে চোখের সামনে এই জিনিস গু’লো দেখা খুবই শুভ

প্রসঙ্গত, শ্রীলঙ্কার ক্রিকেটের ইতিহাসে মুরালিধরনের অবদান সত্যিই অসামান্য। ১৯৯৩ সালে ভারতের বিপক্ষে প্রথম অভিষেক ম্যাচ যেতেন এই বিখ্যাত ক্রিকেটার। এমনকি আশ্চর্যজনকভাবে ২০১১ সালে তাঁর শেষ ম্যাচটিও ছিল ভারতেরই বিপক্ষে। মুরালিধরন তাঁর ক্রিকেটের কেরিয়ারে মোট ১৩৪৭টি উইকেট নিয়েছেন।