সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রাস্তা কি হা’রি’য়ে ফেললো ঠান্ডা? কেমন থা’ক’বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

গত কয়েক সপ্তাহ ধরেই শীত নিজের ব্যাটিং করে যাচ্ছে। সাধারণ মানুষের অবস্থা নাজেহাল বিশেষ করে যাদের ভোরে উঠতে হয়। সকলের মুখেই একটাই প্রশ্ন এমন জাঁকিয়ে শীত আর কতদিন থাকবে। আবহাওয়া দফতর থেকে জানানো হচ্ছে যে, এখনও ঠান্ডা কমার কোনও ইঙ্গিত দেখা যায়নি। সকাল থেকে ভালোই ঠান্ডা থাকবে।

বেলা বাড়তেই পরিষ্কার আকাশে রোদ ফুটে উঠতে দেখা গেছে আজ। তবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৪-২৫ ডিগ্রির ঘরেই থাকছে। মূলত পশ্চিমী ঝঞ্ঝা ও বিপরীত ঘূর্ণাবর্তের কারণে রাজ্যে উত্তুরে হাওয়া কিছুটা কম থাকবে বলে জানা যায়। গত কয়েকদিন ধরে তবেই ভালোই শীত ছিল।

যেমন বৃহস্পতিবারের চেয়ে শুক্রবারের সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় প্রায় ৩ ডিগ্রি কমে যায়। যেখানে বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.১ ডিগ্রি সেলসিয়াস ছিল। সেখানে শুক্রবার কলকাতার পারদ নেমে ১৩.৩ ডিগ্রি হয়। শনিবার সকালেও পারদ ১৪ ডিগ্রির ঘরেই ছিল।

আরো খবর: স্কুলে চাকরি ক’রি’য়ে দেওয়ার না’মে ১৭ লক্ষ টা’কা আ’ত্ম’সাৎ! গ্রে’ফ’তা’র হাইস্কুলের শিক্ষক

এই আবহে হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাতের তাপমাত্রায় কোনও বড় পরিবর্তন হবে না। পশ্চিমী ঝঞ্ঝার জন্য আগামী দু – তিন দিন কয়েক ডিগ্রি বাড়বে টেম্পারেচার সে কথাও জানিয়েছে আবহাওয়া দফতর। তারা আরো জানান যে এর মধ্যে উত্তরবঙ্গের আবহাওয়ারও বিশেষ পরিবর্তন হবে না।

আসুন জেনে নেওয়া যাক আগামীকাল কলকাতার তাপমাত্রা কেমন থাকতে চলেছে। কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৫ ডিগ্রি এবং ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। রবিবর কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ১৫ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে বলে জানা যাচ্ছে।