সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

Meesho-তে অ’র্ডা’র করেছেন ড্রোন, হা’তে এলো আলু!

সামনে বাঙালির দুর্গাপুজো, বা নবরাত্রি সেই উপলক্ষে বিভিন্ন জনপ্রিয় ই- কমার্স শপিং ওয়েবসাইট গুলোয় দেদার ছাড় দিচ্ছে। চলছে বিগ বিলিয়ন সেল। গ্রাহকরাও সেই সুযোগে ফায়দা লুটছে পুরোদমে। যাঁর যা কিছু কিনতে হবে এই সময়ই কিনে নিচ্ছেন তাঁরা। কিন্তু তাঁর মধ্যেই ঘটে গেলো এক অঘটন।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে বিহারের নালন্দার এক ব্যাক্তি নাম চেতন কুমার একটি ড্রোন ক্যামেরা অর্ডার করেছিলেন অথচ ডেলিভারী বয় নিয়ে এসেছেন যে পার্সেল সেটা ওখানেই খুলে দেখেন ভিতরে রয়েছে এক কেজি আলু। গ্রাহকের তা দেখে মাথায় হাত।

জানা যাচ্ছে এই স্ক্যাম টি ঘটেছে মেসো অনলাইন শপিং সাইটে। মেসো তে ওই ক্যামেরা ড্রোনটির দাম ৮৪,৯৯৯ টাকা ছিল। সেটা ছার দিয়ে বর্তমানে পাওয়া যাচ্ছিল ১০,২১২ টাকায়। অতটা পরিমাণে ছাড় দেখে সন্দেহ হয় গ্রাহকের। তিনি মেসো অনলাইন সাইটে গিয়ে ওদের ফোন করেন। জানতে চান এটা সত্যি এত টাকা ডিসকাউন্ট দিয়ে দেওয়া হচ্ছে কিনা। তো সেখান থেকে বলা হয় হা সত্যি এতটা পরিমাণ ছাড় দিয়েই এই প্রোডাক্টটি দেওয়া হচ্ছে।


আর সেটা সোনার পর পুরো টাকাটাই অনলাইনে পেমেন্ট করে অর্ডার করেন তিনি। আর তিনি শেষ অবধি যা পান তা দেখে তাঁর চক্ষু চড়কগাছ। আর যিনি দিয়ে গেছেন এই পার্সেল তিনিও জানান তিনি এই বিষয়ে কিছু জানেন না। তবে এবিষয়ে স্থানীয় থানায় অভিযোগ জানালে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে বলেই জানিয়েছেন পারওয়ালপুর থানার SHO।

আরো পড়ুন: মহাকাশে ধাক্কা মেরে বিরাট গ্রহাণুকে সরিয়ে দিলো নাসার “ডার্ট”, রইলো ভিডিও

এই ঘটনা আগেও ঘটেছে অন্যান্য অনলাইন ওয়েব সাইটে। অর্ডার দেওয়া হয়েছে ল্যাপটপ এসেছে একটা থান ইট। এই ঘটনাটি নেট মাধ্যমে প্রকাশ হওয়া মাত্রই ভাইরাল হয়েছে। অনেকেই তাদের নিজের সাথে হওয়া এরকম স্ক্যামের কথা বলেছেন। অনেকেই আবার অবিলম্বে পুলিশে খবর দেওয়া উচিত বলেই মনে করছেন বলে পরামর্শ দিয়েছেন।