সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মহাকাশে ধাক্কা মেরে বিরাট গ্রহাণুকে সরিয়ে দিলো নাসার “ডার্ট”, রইলো ভিডিও

মহাকাশে ঘুরতে থাকা গ্রহাণু, যা প্রায়শই পৃথিবীর দিকে ধেয়ে আসে। আর সেই কারণেই মাঝে মাঝে সেটা পৃথিবীর ক্ষতি করে থাকে। কিছু কিছু গ্রহাণু এমন আকারের হয় যেটা কিনা পৃথিবীর থেকে অনেকটাই বড় হয়ে থাকে। তবে এই কারণেই নাসা একটি পরিকল্পনা করেছে, যেটা অনেকটাই কার্যকরী হয়েছে বলে জানিয়েছে তারা।

সম্প্রতি তাদের ডাবল এস্টোরয়েড রিডাইরেকশন টেস্ট, এককথায় ডার্ট। তার কাজটাই হল পৃথিবীর দিকে ধেয়ে আসা কোনো মহাজাগতিক বস্তু ধেয়ে আসতেই সেটা থেকে পৃথিবীকে রক্ষা করা। তার সফল পরীক্ষা করা হয়েছে গত মঙ্গলবার। ডার্ট একটি গ্রহাণুকে ধাক্কা মেরে সড়িয়ে দিয়েছে, যার আয়তন নাকি ৫২৫ ফুট।

এই গ্রহাণু নাকি আস্ত একটা ফুটবল গ্রাউন্ডের মতো, সেটাকে পৃথিবীর পথ থেকে সড়িয়ে দিয়েছে ডার্ট। অনেক সময় একেবারে পৃথিবীর পথে চলে আসে, আবার কখনও কানের কাছ দিয়ে বেড়িয়ে যায় সেগুলো। কিন্তু এবার সেই সমস্যা দূর করার জন্যই নাসা ডার্ট বানিয়েছে।

আরো পড়ুন: মমতার স্বপ্নের দুয়ারে রেশন প্র’ক’ল্প বে’আ’ই’নি, ব’ড় রা’য় হাইকোর্টের

যে গ্রহাণুকে ধাক্কা দিয়েছে ডার্ট তার নাম ডাইমরফোস, তবে এটা পৃথিবীর কোনো বিপদ ডেকে আনত না, শুধুমাত্র পরীক্ষা করার জন্যই ডার্টকে প্রয়োগ করা হয়েছে। এই ডাইমরফোস নাকি আরও একটি বড় গ্রহাণু ডিডাইমোসকে প্রদক্ষিণ করছে যার আয়তন ২৫০০ ফুট। এই দুটিই নাকি পৃথিবীর সবথেকে কাছের মহাজাগতিক বস্তু।