Home আন্তর্জাতিক সমুদ্রের উপরে মা’ত্র ৬ পিলারের ব্রিজ, গো’টা বিশ্বকে অ’বা’ক করলো চীন

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সমুদ্রের উপরে মা’ত্র ৬ পিলারের ব্রিজ, গো’টা বিশ্বকে অ’বা’ক করলো চীন

অনেক সময়ের অপেক্ষা, এবার সেই অপেক্ষার অবসান ঘটল শেষপর্যন্ত। খুলে দেওয়া হল পেলজেসাক সেতু। এই সেতু বানিয়েছে চিন তার নির্মাণ খরচ পরেছে ৪২৭৪ কোটি টাকা। এই সেতু নির্মাণের জন্য অনেকের দারুণ উপকার হল, ক্রোয়েশিয়ার দুব্রোভনিক শহরে যাওয়া এখন খুবই সহজ হয়ে গেল।

এই সেতু নির্মাণের কারণে সাধারণ মানুষ দারুণ খুশি। এই সেতু নির্মাণ করতে ২.৪ কিমি কেবল ব্যবহার করা হয়েছে তার দৈর্ঘ্য ১.৫ মাইল। এতবড় একটি সেতু মাত্র ৬ টি পিলারের ওপরেই স্হাপিত, যেটা কিনা আরো বেশী আশ্চর্য জনক। মধ্যযুগীয় প্রাচীরের শহর ক্রোয়েশিয়ার দুব্রোভনিক শহরে যাওয়া এখন খুবই সহজ হয়ে যাবে বলেই জানা যাচ্ছে।

জানা যাচ্ছে ক্রোয়েশিয়ার দক্ষিণাঞ্চলও পেলজেসাইকাক উপদ্বীপের সঙ্গে যুক্ত হয়েছে এই সেতু। সেতুর উদ্বোধন করা হয়েছিল দারুন জাঁকজমক ভাবে। উদ্বোধনের পর ফাটানো হয়েছে প্রচুর আতশবাজি। এই সেতু নিয়ে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লেনকোভিচ একে ঐতিহাসিক মুহূর্ত বলেছেন।

আরো পড়ুন: লাল সিং চাড্ডা: মুক্তির আগেই ট্রো’ল নিয়ে মু’খ খুললেন আমির খান

তিনি দারুণ খুশি মানুষের এই সেতু, যেটা কিনা মানুষের চলার পথকে আরও বেশী সহজ করে তুলবে। তিনি টুইট করে জানিয়েছেন, একটি ছবি শেয়ার করে। সেতু উদ্বোধনের পর সেখানে আতশবাজি ফাটানো হচ্ছে। ২০১৮ সালে চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশনের পক্ষ থেকে সেতুটি নির্মাণের দরপত্র দেওয়া হয়।

আর তারপর থেকেই বিভিন্ন বাধা বিপত্তি অতিক্রম করে এই ব্রিজ নির্মাণ সম্পূর্ণ হয়েছে। সেতুটি নির্মাণে সাহায্য করেছে ইউরোপীয় ইউনিয়ন। তবে একটা কথা বারবার বলতে হয়, ক্রোয়েশিয়ার প্রতিবেশী দেশ বসনিয়াকে বাইপাস করে মানুষের চলার পথকে আরও সহজ করে তুলেছে।