সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভূগর্ভস্থ জলের ব্যা’প’ক অপচয়, নে’মে যা’চ্ছে জলস্তর! বি’প’দে’র মু’খে কলকাতা

সময়ের সাথে সাথে পানীয় জলের চাহিদা বৃদ্ধি পাচ্ছে, ঠিক তেমনভাবেই যোগান কমছে তার। পরিস্রুত পানীয় জল সব জায়গায় পৌঁছতে সক্ষম হচ্ছে না, যার কারণে রাজ্যের বিভিন্ন স্থানে এখনো মানুষ সেই নলকূপের জলের উপরেই ভরসা করে রয়েছে।

শহর বড় হচ্ছে বসতি বাড়ছে কিন্তু জলের যোগান বৃদ্ধি পাচ্ছে না।সেই কারণে মানুষ বাধ্য হয়ে ভূগর্ভস্থ জলের উপরেই ভরসা করে রয়েছে। কিন্তু এতে লাভ তেমন হচ্ছে না, বরং ক্ষতি হচ্ছে অনেকটাই।

কারণ ইতিমধ্যেই ভূগর্ভস্থ জলের স্তর নেমে যাচ্ছে অনেকটা নিচে, আর তার সাথে দেখা যাচ্ছে বিভিন্ন জল সংক্রান্ত রোগ। তারমধ্যে আর্সেনিক অন্যতম। রাজ্যের প্রায় সমস্ত জেলাতেই ঠিক একই অবস্থা, কলকাতাসহ তার আশেপাশের বিভিন্ন জেলা বাঁকুড়া বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ উত্তর ২৪ পরগনা সহ আরো জেলা।

আরো পড়ুন: ইউক্রেনে নি’ষি’দ্ধ ফসফরাস বো’মা দিয়ে হা’ম’লা’র অভিযোগ রাশিয়ার বি’রু’দ্ধে!

এই সব জায়গাতে মানুষ পরিস্রুত পানীয় জল পাচ্ছে না, যার কারণে তারা ভরসা করে রয়েছে ভূগর্ভস্থ নলকূপের জলের ওপর। বাসন মাজা কাপড় কাচা বিভিন্ন কিছু ধোয়া ও জল খাওয়া মোটকথা দৈনন্দিনের কর্মকাণ্ড করার জন্য এই নলকূপের জলই কেবলমাত্র ভরসা। ভূগর্ভস্থ জল নিয়ে দারুণ ভাবে চিন্তিত বিশেষজ্ঞরা।

তারা বলেছেন, সত্ত্বর জল রিচার্জের প্রয়োজন। জানা গেছে ১০৭ টি ব্লক এখন আর্সেনিক কবলিত। চাষের ক্ষেত্রে এই ভূগর্ভস্থ জল ব্যবহার করা হয়, যার কারণেই ক্ষতি হয় ফসলের। আর্সেনিক ছড়িয়ে পরে ফসলে বর্তমানে ভূগর্ভস্থ জলের স্তর হু হু করে নেমে যাচ্ছে, আর সেই কারণেই বেড়ে যাচ্ছে আর্সেনিক এর মাত্রা।

আরো পড়ুন: এবার কি তবে গ্রে’ফ’তা’র হবেন অনুব্রত মন্ডল?

সম্প্রতি একটি পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে কলকাতার জলের অপচয় সাধারণ মানুষকে ঠেলে দিচ্ছে এই খারাপ অবস্থার মধ্যে।৭৭ টি ওয়ার্ড আর্সেনিক কবলিত, এর সাথে ৩৭ টি এমন ওয়ার্ড রয়েছে যেগুলো জলে মিশে রয়েছে ০.৫ মিলিগ্রামের বেশী।এদিকে আবার উত্তর ২৪ পরগণার অবস্হা আরও খারাপের দিকে।