সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ইউক্রেনে নি’ষি’দ্ধ ফসফরাস বো’মা দিয়ে হা’ম’লা’র অভিযোগ রাশিয়ার বি’রু’দ্ধে!

রাশিয়ার বিরুদ্ধে এক নতুন অভিযোগ করল ইউক্রেন, রাশিয়া নাকি ফসফরাস বোমার মাধ্যমে ইউক্রেনের সাধারণ নাগরিকদের হত্যা করার চেষ্টা করছে। এমনই এক গুরুতর অভিযোগ নিয়ে আসলো ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনস্কি ।

ইতিমধ্যেই তিনি নাটোর কাছে সামরিক সাহায্য চেয়ে পাঠিয়েছেন। সম্প্রতি ইউক্রেনীয় একটি সংবাদপত্রের মাধ্যমে জানা গেছে,পূর্ব লুহানস্ক ওব্লাস্ট অঞ্চলে সাদা ফসফরাস বোমা রেখেছে রাশিয়ার সেনারা।

এখানেই শেষ নয়, প্রতিবেদন সূত্রে জানা যাচ্ছে , স্থানীয় গভর্নর সেরহি হাইদাইয়ের মতে রুশ বাহিনী লুহানস্ক ওব্লাস্টের বেশ কয়েকটি শহরে ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা নিক্ষেপ করেছিল। আর ঠিক সেখানেই চলেছে রাতভর গোলাগুলি।

আরো পড়ুন: সত্যিই কি Unlucky 13? কেন এই সং’খ্যা’কে অশুভ ধ’রা হয়? জানুন ইতিহাস

মনে করা হচ্ছে রাশিয়া আর কোনভাবেই এগোতে পারছে না, যার কারনে এই মরন অস্ত্র কে বেছে নিয়েছে তারা। তবে এটাই কিন্তু প্রথমবার নয়,এর আগেও ফসফরাস বোমা ব্যবহার করেছে রাশিয়া এমনটাই অভিযোগ তুলেছে ইউক্রেন। ডনবাস অঞ্চলে নাকি এই বোমা ব্যবহার করেছে রুশ সেনাবাহিনী।

ইতিমধ্যেই ইউক্রেনের তরফ থেকে ন্যাটো বাহিনীর সাহায্য চাওয়া হয়েছে। আরো বলা হয়েছে ইউক্রেনের নিরীহ শিশু, মহিলাদের নৃশংস ভাবে হত্যা করছে সেনাবাহিনী। এদের আটকানোর জন্য ন্যাটো বাহিনীর সাহায্য চেয়েছে ইউক্রেন।

হোয়াইট ফসফরাস যদি বায়ুর সংস্পর্শে আসে তাহলে দাউ দাউ করে জ্বলে ওঠে। গল গল করে ধোওয়া বের হয়। মোটকথা এটি ব্যবহারের মূল উদ্দেশ্য হলো, রাতের বেলা নির্দিষ্ট জায়গা চিহ্নিত করা।