সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মমতার স’ঙ্গে “সৌজন্য সাক্ষাৎ”, তিনি এখনো বিজেপিতেই আছেন, বিধায়ক পদ নিয়ে মুকুলের জ’বা’ব

মুকুল রায় এখনো বিজেপিতেই আছেন! মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ করেছিলেন! বিধায়ক পদ খারিজ মামলার শুনানিতে এমনটাই দাবী করলেন মুকুলের আইনজীবী। বুধবার পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে উপস্থিত থেকে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ মামলার শুনানিতে মুকুলের আইনজীবী এমনটাই দাবি করলেন। যদিও বুধবার এই মামলার শুনানিতে কোনো রায় দেওয়া হয়নি।

সোমবার বিধানসভার অধ্যক্ষকে দুই সপ্তাহের মধ্যে মুকুল রায়ের দলত্যাগের মামলার সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এরপর বুধবার অধ্যক্ষের ঘরে শুনানি হয়। শুনানির সময় সময় মুকুলের আইনজীবী মামলার বিষয়টি উত্থাপন করেন। সেই সময় ঘরে বিজেপির আইনজীবীরাও উপস্থিত ছিলেন। মুকুল রায় তরফ থেকে দাবি করা হয়েছে গত 11 জুন তৃণমূল কংগ্রেসে যোগদান করেননি তিনি। তিনি বিজেপি প্রতীকে কৃষ্ণনগর উত্তরে বিধায়ক হিসেবে জিতেছেন।

গত বছরের 11 ই জুন তৃণমূলের সদরদপ্তরে মমতা এবং অভিষেকের সঙ্গে তিনি যে সাক্ষাৎ করেছিলেন তা সৌজন্য সাক্ষাৎ বলে দাবি করেছেন। তিনি আজো বিজেপিতে আছেন। পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধীদলীয় নেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী দাবি করেছেন অধ্যক্ষের রায়ের উপর তার ভরসা নেই। তিনি সুপ্রিম কোর্টের উপর ভরসা রাখছেন। অধ্যক্ষ এই প্রসঙ্গে বলেন বিচার বিভাগ, বিধানসভা কোনওটার উপরেই ভরসা রাখতে পারছেন না শুভেন্দু অধিকারী।

অধ্যক্ষ আরো বলেন বিরোধীদলীয় নেতা হিসেবে শুভেন্দু অধিকারীর ভূমিকা প্রভাবহীন। তাই তিনি হতাশায় ডুবে আছেন। মুকুল রায়ের তরফ থেকে যে যুক্তি তুলে ধরা হয়েছে সে সম্পর্কে তিনি কোনো মন্তব্য করতে চাননি।