সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কয়েকবার বি’য়ে, অসংখ্য স’হ’বা’স! এই ৫ নায়িকার জী’ব’ন নি’য়ে ছেলেখেলা করেছেন কমল হাসান

দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির সুপারস্টার অভিনেতাদের মধ্যে অন্যতম হলেন কমল হাসান। তবে শুধু অভিনেতা বললে ভুল হবে। অভিনেতার পাশাপাশি তিনি একজন পরিচালক, চিত্রনাট্যকার, প্রযোজক, গায়ক এবং গীতিকারও। সব ভূমিকাতেই তাকে তামিল ফিল্ম ইন্ডাস্ট্রি পেয়েছে।

এছাড়া বলিউডের একাধিক ছবিতেও তিনি কাজ করেছেন। বর্তমানে তাঁর বয়স ৬৫ বছর। তবে কথায় আছে,বয়স শুধু একটা সংখ্যা মাত্র। তাই এই বয়সেও সেই অভিনেতার ব্যক্তিগত জীবন বেশ রঙিন। একাধিক মহিলার সঙ্গে নাম জড়িয়েছে এই সুপারস্টারের।

কমল হাসানের জীবনে বারংবার হাতছানি এসেছে সুন্দরী অনেক নারীদের। তবে এই অভিনেতা যত না বিয়েতে বিশ্বাসী, তার থেকে বেশি লিভ ইনে বিশ্বাসী ছিলেন। কিন্তু প্রেমিকাদের চাপে আপত্তি সত্ত্বেও তাকে বার কয়েক বিয়েমুখো হতে হয়েছিল। কালেই সুন্দরীর অভাব হয়নি। প্রেমে হাবুডুবু খেয়েছেন। নায়িকা থেকে শুরু করে গায়িকা – অসংখ্য মহিলার কেউই বাদ পড়েনি তাঁর প্রেমিকার তালিকা থেকে। কিন্তু কোনো সম্পর্কই টেকেনি। বরং বিচ্ছেদই ঘনিয়ে এসেছে বারবার।

অভিনয় জীবনের শুরুর দিকে অভিনেত্রী শ্রীবিদ্যার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়েন কমল হাসান। দুজনে জুটি বেঁধে সুপারহিট সব দক্ষিণী ছবিতে অভিনয় করেছেন। কিন্তু শেষমেষ তাদের সম্পর্ক ভেঙে গেলে ১৯৭৬ সালে শ্রীবিদ্যা বিয়ে করেন মালায়ালাম পরিচালক জর্জ থমাসকে।

এরপর কমল হাসান নৃত্যশিল্পী বাণী গণপতির সঙ্গে প্রেম সম্পর্কে আবদ্ধ হন। দু বছর সম্পর্কের পর অভিনেতা তাকে বিয়ে করেন। ১০ বছর সেই সম্পর্ক টিকে ছিল। কিন্তু তারপর সেই বিয়েতেও ভাঙন ঘটে।

আরো পড়ুন: তুরস্ক দেশের না’ম ব’দ’লে গেলো, নতুন নাম ঘো’ষ’ণা সেদেশের প্রেসিডেন্টের

ততদিনে কমলের জীবনে সারিকার আগমন ঘটে গেছে। বলা যেতে পারে কমলের সাথে বাণী গণপতির বিচ্ছেদের কারণ সারিকাই। ১৯৮৮ সালে সারিকাকে বিয়ে করেন কমল।
কিন্তু বিয়ের আগেই তাদের বড় কন্যা শ্রুতি হাসানের জন্ম হয়। তারপর ১৯৯৯ সালে তাদের ছোট মেয়ে অক্ষরার জন্ম হয়। ১৬ বছর সংসারের পর ২০০৪ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়।

আরো পড়ুন: বি’স্ম’য়’ক’র ভিডিও প্র’কা’শ্যে, বৃহস্পতির উত্তর মেরুতে খোঁ’জ মি’ল’লো পিৎজার টু’ক’রো!

শোনা যায়, সারিকাকে বিয়ের পর কমল হাসান একই সঙ্গে নায়িকা সিমরন বাগ্গা এবং সারিকার ঘনিষ্ঠ বান্ধবী গৌতমীর‌ সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। সিমরন আর কমলের বয়সের পার্থক্য ছিল ২২ বছর।

২০০১ সালে একটি ছবির শ্যুটিংয়ের সময় সিমরনের সঙ্গে ঘনিষ্ঠ হন কমল। তবে মাত্র দু’বছরই এই সম্পর্ক টিকে ছিল। তারপরই কমল হাসান গৌতমীর সঙ্গে লিভ ইন সম্পর্কে থাকতে শুরু করেন। শোনা যায় এই সময় নাকি চরম হতাশায় সারিকা আত্মঘাতী হতে চেয়েছিলেন।

১৬ বছর সম্পর্কের পর কমল-গৌতমীর সম্পর্ক ভেঙে গেলে গৌতমী বলেন আমাদের বিয়ে না হলেও তিনি সবসময় আমার পাশে থেকেছেন, এই সম্পর্কের প্রতি তিনি যথেষ্ট কমিটেডও ছিলেন। তবে গৌতমী অভিযোগ করেছিলেন কমল হাসানের ছবিতে তিনি কস্টিউম ডিজাইনার হিসেবে কাজ করেছেন। তবে উপযুক্ত পারিশ্রমিক তাকে দেওয়া হয়নি। এও শোনা যায়, বাবার সঙ্গে গৌতমীর সম্পর্ক নিয়ে ঘোর আপত্তি জানিয়েছিলেন শ্রুতি।