সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাতকর্ম (Fart) কখনো চে’পে রাখবেন না, আপনারই হবে বি’প’দ, মানুন বিশেষজ্ঞদের পরামর্শ

সকলের সামনে নাক পরিষ্কার করা অথবা প্রাইভেট পার্ট চুলকালে যেমন অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হতে হয় তেমনি বাতকর্ম করলে একইকিভাবে লজ্জার শিকার হতে হয় সকলকে। সকলের সামনে বাতকর্ম করলে তা নিয়ে সকলে হাসাহাসি করবে এই ভেবে অনেকেই বাতকর্ম চেপে রাখে। কিন্তু গ্যাস চেপে রাখা স্বাস্থ্যের পক্ষে ভীষণভাবে ক্ষতিকারক। এই গ্যাস থেকেই একাধিক অসুস্থতার সম্মুখীন হতে হয় মানুষকে।

সম্প্রতি এনএসএস এর ডক্টর করণ রাজন জানিয়েছেন, গ্যাস চেপে রাখা স্বাস্থ্যের পক্ষে ভীষণভাবে ক্ষতিকারক। এতে রক্ত সরবরাহের সমস্যা তৈরি হতে পারে। অনেকক্ষণ গ্যাস চেপে রাখলে রক্তপ্রবাহে সমস্যা তৈরি হয় এবং শ্বাস ত্যাগের সময় ওই গ্যাস বেরিয়ে আসতে চেষ্টা করে, যা একজন মানুষের পক্ষে ভীষণভাবে ক্ষতিকারক।

নিজের ভিডিওতে ওই চিকিৎসক জানিয়েছেন, একজন ব্যক্তি দিনে কবার বাত কর্ম করে থাকেন। পাশাপাশি তিনি জানান, বাতকর্মের নেপথ্যে আসল কারণ কি। চিকিৎসক জানিয়েছেন, একজন পূর্ণবয়স্ক ব্যক্তির দিনে চৌদ্দবার বাতকর্ম করে থাকেন। যত গ্যাস বেরিয়ে যাবে ততো শরীরের পক্ষে মঙ্গল। গ্যাস বেরিয়ে গেলে শরীরে অস্বস্তি হয় না।

সকলের উদ্দেশ্যে চিকিৎসক জানিয়েছেন, সবাইকে বাতকর্ম করতে হয়। সকলের সামনে হাস্যকর হবেন বলে কখনো এড়িয়ে যাবেন না। কোন মানুষের বাতকর্ম হয় না, এমন হতে পারে না। এটি খুবই স্বাভাবিক একটি ব্যপার। মাত্র একটি বাতকর্ম একটি বেলুন ফুলিয়ে দিতে পারে, তাহলে ভেবে নিন আপনি যদি বাতকর্ম লুকিয়ে রাখেন তাহলে আপনার শরীরে কি পরিমানে চাপ সৃষ্টি হবে।