সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এবছর আর স্নাতকস্তরে কেন্দ্রীয় অনলাইন প্রক্রিয়ায় ভ’র্তি হবে না, জানালেন শিক্ষামন্ত্রী

কলেজে কেন্দ্রীয়ভাবে অনলাইন ভর্তির প্রক্রিয়া হবে না এই বছর। এই রাজ্যে গত কয়েকবছর যেভাবে কলেজে ভর্তি হত, এবছরও ঠিক সেই ভাবেই  ভর্তির প্রক্রিয়া সম্পন্ন হবে।

রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠকের পর এই কথা জানিয়েছেন। মঙ্গলবার রাজ্যের ৩০টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠকে বসেন ব্রাত্য বসু।

তিনি বৈঠক শেষে জানান, এখনও প্রস্তুতি শেষ হয়নি। তাই সিদ্ধান্ত বদল করা হয়েছে। সূত্রের খবর, উপাচার্যরা বৈঠকে আশঙ্কা প্রকাশ করেছেন।

আরো পড়ুন: বারবার ব্য’র্থ’তা’র সা’ক্ষী থেকেছেন! কিভাবে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হলেন এলন মাস্ক?

তাঁদের মতে, এত কম সময়ে নির্ভুলভাবে কেন্দ্রীয় পদ্ধতিতে ভর্তি সম্ভব হবে না।  এদিন শিক্ষামন্ত্রী বলেন, উপাচার্যদের দাবি কোভিডের পর গোটা প্রক্রিয়া স্বাভাবিক করতে ৫-৬ মাস সময় লাগবে।

সম্পূর্ণ নির্ভুল না হলে উচ্চ শিক্ষা দফতরের ওপর দায় এসে পড়বে। তাই এই বছরের জন্য কেন্দ্রীয় পদ্ধতি স্থগিত করা হল। পরের বছর থেকে কেন্দ্রীয় ভাবে অনলাইনে ভর্তি হবে।